বাসু চট্টোপাধ্যায়ের আলোড়ন তোলা ছবির রিমেকের সিদ্ধান্ত, থাকছেন একাধিক তারকা

কেরিয়ারে একাধিক উল্লেখযোগ্য ছবি পরিচালনা করেছিলেন বাসু চট্টোপাধ্যায়। এ বারে তাঁর এক বহু আলোচিত ছবির রিমেক হচ্ছে বলিউডে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ ১৮:১৮
Share:

‘এক রুকা হুয়া ফয়সলা’ ছবির একটি দৃশ্য। ছবি: সংগৃহীত।

আরও একটি ‘ক্লাসিক’ ছবির রিমেক হতে চলেছে বলিউডে। ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত এবং বাসু চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘এক রুকা হুয়া ফয়সলা’ ছবিটির রিমেকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবিটি পরিচালনা করবেন দর্শন অশ্বিন ত্রিবেদী।

Advertisement

১৯৫৭ সালে মুক্তি পায় সিডনি লুমেট পরিচালিত জনপ্রিয় আমেরিকান ছবি ‘টুয়েলভ অ্যাংরি মেন’। এই ছবির আদলেই বাসু চট্টোপাধ্যায় তাঁর ছবিটি তৈরি করেছিলেন। হিন্দি ছবির ইতিহাসে ‘এক রুকা হুয়া ফয়সলা’ ছিল একেবারেই এক স্বতন্ত্র গোত্রের ছবি। কোর্টরুম ড্রামা বা থ্রিলারের আবরণে অনেক কিছুই বলতে চেয়েছিল ছবিটি। সমসময়ে সেটি সমালোচকদের প্রশংসা তো পায়ই, আজও বলিউদের সমান্তরাল ধারার ছবির আলোচনায় বার বার উঠে আসে এই ছবির নাম। সেখানে অভিনয় করেছিলেন পঙ্কজ কপূর, এমকে রায়না, অন্নু কপূরের মতো অভিনেতারা। এই ছবিতেই প্রকৃতপক্ষে নজর কাড়েন তাঁরা।

এ হেন একটি ‘কাল্ট’ ছবির পুনর্নির্মাণে দর্শনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ কী ছিল? পরিচালক জানিয়েছেন, চর্চিত ছবিকে নতুন একটি আঙ্গিক থেকে দর্শকদের কাছে হাজির করা তাঁর কাছে সব থেকে কঠিন বলে মনে হয়েছে। ছবির কাস্টিংও আকর্ষণীয়। ছবিতে অভিনয় করবেন অতুল কুলকার্নি, নীরজ কবি, দিব্যেন্দু ভট্টাচার্য, তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়, বিনিত কুমার, লিউক কেনি প্রমুখ।

Advertisement

‘এক রুকা হুয়া ফয়সলা’ মূলত কোর্টরুম ড্রামা। দর্শনের কথায়, ‘‘আমরা বিভিন্ন আইন গবেষকের সঙ্গে আলোচনা করে ছবির চিত্রনাট্য তৈরি করেছি। কাজটা যে আমরা করতে পেরেছি, সেটা ভেবেই ভাল লাগছে।’’ দর্শন মূলত গুজরাতি ইন্ডাস্ট্রিতে কাজ করেন। ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে নিয়ে ছবির গল্প এগোবে। সে কি নির্দোষ? এলাহাবাদ আদালতের নির্দেশে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসা ১২ জন সদস্যের একটি কমিটি তৈরি হয়। তাঁদের পর্যবেক্ষণের উপর নির্ভর করেই আদালত মামলার রায় দেবে। এই পর্যবেক্ষণের কাহিনিই ছবির মূল বিষয়। টান টান উদ্বেগ আর রোমাঞ্চের এক পরত নীচেই এ ছবি বহু প্রশ্ন তুলতে পারে প্রতিষ্ঠিত ধ্যানধারণা নিয়ে। ফলত নিছক রিমেকের চাইতে কিছু বেশি প্রত্যাশাই থাকছে এই ছবিকে ঘিরে। আগামী ১০ ডিসেম্বর থেকে মুম্বইয়ে শুরু হবে ছবির শুটিং। মুম্বই ছাড়াও গুজরাতে ছবির একটি বড় অংশের শুটিং হওয়ার কথা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement