Ranveer Singh

‘দীপিকার পোশাক পরে চলে এসেছ?’ লুজ প্যান্ট পরে চরম ট্রোলের শিকার রণবীর

কমেডিয়ান গৌরব গেরাও ওই পোস্টের কমেন্টে লিখেছেন, ‘এটা কী পোশাক! আশা পারেখ তো কোনও এক ছবিতে এমন পোশাক পরেছিলেন।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ ১৪:০১
Share:

রণবীর সিংহ।

গতে বাঁধা স্টাইল স্টেটমেন্ট যে রণবীর সিংহ অনুসরণ করেন না, তা ইতিমধ্যেই ফ্যাশন ডিজাইনার থেকে অনুরাগীরা বেশ ভাল ভাবেই বুঝে গিয়েছেন। কখনও স্কার্ট বা কখনও ঘাগরা..পোশাকের চয়েজ যে লিঙ্গ বিশেষে আলাদা তা মানতেই নারাজ ‘কপিল দেব’ ওরফে রণবীর সিংহ। সে জন্য তাঁকে নিয়ে ঠাট্টা-তামাশাও চলতে থাকে হামেশাই। আবারও ট্রোলের শিকার তিনি। সৌজন্যে তাঁর কালো রঙের পোল্কা ডট শার্ট এবং মাল্টিকালারড স্ট্রিপ লুজ প্যান্ট।

Advertisement

শনিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন রণবীর। সেখানেই বাহারি ওই পোশাক পরে দেখা যাচ্ছে তাঁকে। মাথায় ম্যাচিং টুপি। চোখে রোদ চশমাও মানানসই। আর তাতেই এক ব্যক্তি কমেন্টে রণবীরকে লিখেছেন, ‘বউয়ের পোশাক পরে চলে এলে নাকি?’

কমেডিয়ান গৌরব গেরাও ওই পোস্টের কমেন্টে লিখেছেন, ‘এটা কী পোশাক! আশা পারেখ তো কোনও এক ছবিতে এমন পোশাক পরেছিলেন।”

Advertisement

আরও পড়ুন-মুম্বইয়ে আত্মঘাতী ছোটপর্দার নামী অভিনেত্রী

দেখুন রণবীরের সেই পোস্ট

A post shared by Ranveer Singh (@ranveersingh) on

সবাই যে নেতিবাচক কমেন্ট করেছেন এমনটাও নয়। একজন লিখেছেন, ‘আপনি আগুন’। আবার আর একজনের বক্তব্য , ‘আপনিই আসল রকস্টার।’

নেগেটিভ বা পজেটিভ...কমেন্ট যাই আসুক না কেন তাতে ডোন্ট কেয়ার ‘খিলজি’। তিনি আছেন নিজের শর্তেই...

আরও পড়ুন-বিয়ে করলেন ক্যাটরিনা? কন্যাদানে স্বয়ং অমিতাভ!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement