Entertainment News

কোঙ্কনি প্রথায় আংটি বদল করলেন দীপিকা-রণবীর

প্রথা মেনে আংটি বদল করেন দীপিকা-রণবীর। দুই পরিবারের সদস্যরা শুভেচ্ছা জানান তাঁদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৮ ১২:৫২
Share:

রণবীর-দীপিকা। — ফাইল চিত্র।

ইতালিতে শুরু হয়ে গিয়েছে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহের বিয়ের অনুষ্ঠান। কোঙ্কনি প্রথায় ফুলমুদ্দি হয়ে গেল এই জুটির।

Advertisement

ফুলমুদ্দি ঠিক কী? ঐতিহ্যবাহী কোঙ্কনি প্রথায় এই অনুষ্ঠানে পাত্রীর বাবা পাত্রের বাবা-মাকে আমন্ত্রণ জানান। দীপিকার বাবা এ দিন রণবীরের হাতে একটি নারকেল দেন। তার পর আনুষ্ঠানিক ভাবে তাঁর পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানান।

ঠিক এর পরই প্রথা মেনে আংটি বদল করেন দীপিকা-রণবীর। দুই পরিবারের সদস্যরা শুভেচ্ছা জানান তাঁদের।

Advertisement

আরও পড়ুন, দীপিকা-রণবীরের বিয়ে, কেঁদে ফেললেন কে?

গত শনিবার পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে ইতালি গিয়েছেন এই জুটি। সঙ্গে গিয়েছেন ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট, স্টাইলিস্টরা। তাঁদের হাতেই বিমানবন্দরে সব্যসাচী কালেকশনের ব্যাগ দেখা গিয়েছে। অর্থাত্ সব্যসাচীর ডিজাইন করা পোশাক বেছে নিয়েছেন দীপিকা।

আরও পড়ুন, হনিমুনে যাবেন না রণবীর-দীপিকা, কেন জানেন?

বলি সূত্রের খবর, সুতোর কাজের ব্লাউজ সঙ্গে হালকা কাজের ব্রাইডাল শাড়ি বেছে নিতে পারেন দীপিকা। সঙ্গে মানানসই দক্ষিণী ডিজাইনের গয়না। আবার কোনও মহলের মতে, সব্যসাচীর সিগনেচার ডিজাইনের লাল লেহেঙ্গাতেও বিয়ের দিন সাজতে পারেন তিনি। রণবীরের পরনে থাকতে পারে কাঞ্জিভরম শেরওয়ানি।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement