রক্তিম এবং অপরাজিতা।
কথা ছিল, পুজোর আগে শুটিংই করবেন না। কথা ছিল, কুকারি শো আর নয়! ভাগ্যিস মত বদলেছিলেন। ভাগ্যিস উইন্ডোজ প্রোডাকশনের অনুরোধ উপেক্ষা করেননি। টেলিপাড়ায় গুঞ্জন, অপরাজিতা আঢ্য, শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর জিনিয়া সেনের ত্র্যহস্পর্শেই নাকি স্টার জলসার সুপারহিট কুকারি শো ‘রান্নাবান্না’ ২৭ সেপ্টেম্বর পেরচ্ছে ১০০ পর্ব। যদিও শো তৈরি হয়েছিল তনিমা সেন আর রক্তিম সামন্তের ‘ঠাম্মি’-‘নাতি’ চিরকালীন সম্পর্ককে পটভূমিকায় রেখে। বেশ কিছু শো-এর পরেই আচমকা অতিমারী। লকডাউন এবং আনলক পর্ব পেরোনোর পর যখন আবার শুটিংয়ে যাবে টিম ‘রান্নাবান্না’, তখনই পারিবারিক সমস্যায় আটকে গেলেন তনিমা।
বিকল্প কে হবেন? এমন পরিস্থিতিতে অপরাজিতার কাছে ফোন যায় শিবপ্রসাদের। গেম শো-এর বদলে আরও এক বার কুকারি শো-এ নিমরাজি হন অভিনেত্রী। বাকিটা ইতিহাস।‘ঠাম্মি’র জায়গায় ‘মাম্মি’ এভাবে সুপারহিট হবেন, ভেবেছিলেন? ‘‘কেউ কারোর জায়গা নিতে পারে না’’ আন্তরিক ভাবে জানালেন অপরাজিতা। ‘‘ওঁকে নেপথ্যে রেখেই শো-এ এসেছি। পুরোটাই সম্ভব হয়েছে দর্শকদের শুভেচ্ছায়।’’
আরও পড়ুন- দীপিকার ফোন নিয়ে নেওয়া হল, প্রয়োজনে ফের ডাকতে পারে এনসিবি
১০০ পর্ব একশো রকমের স্বাদে ভরা, দাবি অভিনেত্রীর। সঞ্চালনা করতে করতে রকমারি রান্না শিখেছেন নিজেও। জেনেছেন, বাংলার ঐতিহ্যকে। সুখ-দুঃখের সাথী হয়েছেন সবার। সেট তাই ‘সাজানো সংসার’ তাঁর কাছে। উইন্ডোজ নিজে যেমন সম্পর্ক ধরে রাখতে জানে, তেমনই খুব সুন্দর করে সব জায়গায় সম্পর্কের গল্প বলে। সেই টানেই আরও এক বার কুকারি শো-এ রাজি হওয়া, বক্তব্য অভিনেত্রীর।
১০০ পর্ব পেরিয়ে খুশি রক্তিমও, ‘‘প্রথমে ‘ঠাম্মি’র সঙ্গে ‘মাম্মি’কে গুলিয়ে ফেলতাম। মাম্মি মানে আমার ‘সেকেন্ড মা’ অপরাজিতা আঢ্য শুনলেই ভ্রু কোঁচকাতেন। আস্তে আস্তে সব অভ্যেস হয়ে গিয়েছে। এখন শুটের সময় শুট। শুটের ফাঁকে ‘মাম্মি নম্বর ২’-এর কাছে পড়া বুঝে নিই। এক ঢিলে দুই পাখি মারা হয়ে যায়!’’১০০ পর্বের পরেও তনিমা সেনকে মিস করে রক্তিম, জানাতে ভুলল না।
বিশেষ দিনে মা-ছেলেরও বিশেষ সাজ। রক্তিম সাজল হাল্কা হলুদ আঙরাখায়। যার বুক জুড়ে লাল সুতোর ভারী কাজ। অপরাজিতা লাল টুকটুকে শাড়িতে। থাকবে ১০০ পাউন্ডের কেক। যা সন্দেশ দিয়ে বানানো। সব মিলিয়ে জমজমাট রান্নাবান্নার ১০০ পর্ব।