Raj Kapoor

Ranbir Kapoor: দাদুকে নিয়ে জীবনীচিত্র করতে চাই: রণবীর কপূর

রাজ কপূরকে নিয়ে লেখা বই ‘রাজকপূর দ্য মাস্টার অ্যাট ওয়ার্ক’-এর উদ্বোধনে এসে নাতি রণবীর জানালেন তাঁর এই ইচ্ছের কথা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ ১৫:১৯
Share:

রাজ কপূরের জীবনকে পর্দা তুলে ধরতে চান রণবীর।

রাজ কপূরের জীবনীচিত্র করতে চান রণবীর কপূর। কিংবদন্তি অভিনেতাকে নিয়ে লেখা বই ‘রাজকপূর দ্য মাস্টার অ্যাট ওয়ার্ক’-এর উদ্বোধন প্রসঙ্গে নাতি রণবীর জানালেন তাঁর এই ইচ্ছের কথা।

দাদু রাজ কপূর বেঁচে থাকলে তাঁর সঙ্গে কী করতে চাইতেন? বই প্রকাশের অনুষ্ঠানে এই প্রশ্নের উত্তরে রণবীর বলেন, “পানীয়ের গ্লাস হাতে দেদার গল্প করতাম দু’জনে। গল্প শুনতাম। জীবনের গল্প।”

Advertisement

রাহুল রাওয়ালের লেখা বইটি নিয়ে বলতে গিয়ে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র ‘বানি’ জানালেন— রাহুল তাঁর দাদুর সঙ্গে ‘ববি’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন। ঋষি কপূর এবং রাজীব কপূরের ঘনিষ্ঠও ছিলেন। রণবীরের বিশ্বাস, রাহুল রাজ কপূর সম্পর্কে এমন অনেক তথ্য জানেন, যা বইয়ে প্রকাশিত হয়নি। দাদুর জীবনীচিত্রে সেই বিষয়গুলোকে রাখতে চান বলে জানালেন ‘রকস্টার’-এর অভিনেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement