২০১১ সালে ‘দম মারো দম’ দিয়ে হিন্দি ছবিতে আত্মপ্রকাশ করেছিলেন রানা। ফাইল চিত্র
দেশের সব ক’টি ফিল্ম ইন্ডাস্ট্রিকে একত্র করে বৃহৎ ভাবে ছবি বানানো যায় না? প্রশ্ন তুললেন তেলুগু তারকা রানা দগ্গুবতি। সম্প্রতি আলাপচারিতার এক জনপ্রিয় অনুষ্ঠানে রানাকে তাঁর নিজস্ব ভাবনা প্রকাশ করতে দেখা গেল। রানাকে জিজ্ঞাসা করা হয়েছিল, পারিবারিক ঐতিহ্যই কি তাঁকে সহজে হলিউডে পৌঁছে দেবে? অভিনেতা বড় গলায় জানালেন, হলিউড বানিয়ে নেবেন এখানেই। তাঁর দাবি, ভারতে যা সম্পদ আছে তা দিয়ে হলিউডকেও ছাপিয়ে যাওয়া যায়।
রানার মতে, দেশের চলচ্চিত্রের সামগ্রিক উন্নয়ন চাইলে আঞ্চলিক সব ইন্ডাস্ট্রিকে এক জায়গায় করতে হবে। তবেই আন্তর্জাতিক মানের ছবি তৈরি সম্ভব। গোটা বিশ্ব ভারতের সিনেমা দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, এমন দিন দেখতে চান ‘বাহুবলী’র নায়ক। এক অনুরাগী তাঁকে শোয়ের মাঝে প্রশ্ন করেন, “আপনার যা কাজের পরিসংখ্যান, তা দিয়ে কি হলিউডে যেতে পারবেন?” জবাবে রানা বলেন, “৬০-৭০ বছরের সিনেমা সংক্রান্ত তথ্য ও জ্ঞান আমার রয়েছে। তা থেকেই আমি জানি, কী ভাবে সিনেমা বানাতে হয়। ব্যর্থতা সম্পর্কেও আমি ওয়াকিবহাল। তা ছাড়া কী ভাবে ব্যবসা চলে, কী ভাবে প্রতিকূলতা এড়িয়ে ব্যবসাকে আরও বড় করতে হয়— এ সব আমি বুঝি। আমার কাজ হল ভারতে হলিউড তৈরি করা। যেখানে সব প্রদেশের ইন্ডাস্ট্রি এসে মিশবে, যাবতীয় প্রযুক্তি একত্রিত হবে এবং আমরা হলিউডকেও ছাপিয়ে যাব।”
২০১১ সালে ‘দম মারো দম’ দিয়ে যখন হিন্দি ছবিতে আত্মপ্রকাশ করেছিলেন রানা, সে সময় তাঁর প্রাথমিক চিন্তার কথা জানিয়েছিলেন। তাঁর ইচ্ছা ছিল, সব ক’টি আঞ্চলিক ইন্ডাস্ট্রি মিলে একটি ইন্ডাস্ট্রি নির্মাণ। বললেন, “৯ বছর আগে এ কথা বলেছিলাম। তখন আমায় কেউ বিশ্বাস করেনি। এখন, এটা ঘটতে চলেছে। আমরা সবাই এক হতে চলেছি।” গত বছর বেশ কিছু বড় প্রকল্পের অংশ ছিলেন রানা। ‘তেলুগু-১৯৪৫’, ‘ভিমলা নায়ক’ এবং ‘বিরাট পরব’-এ তাঁকে দেখা গিয়েছে। চলতি বছর ইনিংস শুরু করছেন ‘রানা নাইডু’ দিয়ে। আগামী ১০ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাবে সেই ছবি।