নতুন ছবির পোস্টার।
হিন্দিতে ‘কেকওয়াক’ এবং ‘সিজনস্ গ্রিটিংস’ পরিচালনা করার পর এ বার পরিচালক হিসেবে বাংলাতে ডেবিউ করতে চলেছেন রামকমল মুখোপাধ্যায়। তাঁর প্রথম বাংলা ছবির নাম ‘রিকশাওয়ালা’। ‘‘কলকাতার দর্শক আমাকে অনেক দিন ধরেই জিজ্ঞেস করছিলেন, বাংলা ছবি কবে করব? ফাইনালি রিকশাওয়ালাদের নিয়ে একটা গল্প লিখেছি। হাতে টানা রিকশা কলকাতাতেই নির্দিষ্ট কিছু এলাকায় দেখা যায়। আর তাদের গল্প আমাকে খুব টানে’’ শেয়ার করলেন পরিচালক।
কলকাতার আমর্হাস্ট স্ট্রিট এলাকায় বড় হয়েছেন রামকমল। খুব কাছ থেকে দেখেছেন এ হেন রিকশাওয়ালাদের জীবন। এ বার সেই স্মৃতিকেই ফ্রেমবন্দি করবেন তিনি।
এই ছবির স্ক্রিন প্লে লিখেছেন ভানু বন্দ্যোপাধ্যায়ের নাতনি গার্গী মুখোপাধ্যায় এবং সৈকত দাশ। তবে মূল চরিত্রের জন্য এখনও অডিশন চলছে। রামকমলের কথায়, ‘‘বাঙালি অভিনেতাদের অনেকেরই উচ্চারণে সমস্যা রয়েছে। যাঁরা অভিনয় করতে পারেন, তাঁদের আবার চরিত্রের জন্য প্রয়োজনীয় চেহারাটা নেই। ফলে মূল চরিত্রের জন্য এখনও অভিনেতা খুঁজছি আমরা।’’
আরও পড়ুন, অজয় নন, অন্য এক বলি নায়ককে ভালবাসতেন কাজল!
(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)