Ram Gopal Verma

শুধু পা নয়, হাতও চুষতে চান! অচেনা মহিলার ছবি দিয়ে পুরনো বিতর্ক উস্কে দিলেন রামগোপাল

ঠিক এক বছরও আগেও একই ধরনের ছবি পোস্ট করেছিলেন। এ বার জানালেন হাতের প্রতি তাঁর মোহের কথা। ছবির মহিলা একই কি না, জানা যায়নি। এক বছর ধরে প্রেম করছেন দু’জনে? তা নিয়েই শুরু জল্পনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ১৪:০৫
Share:

বহু দিন পর তাঁদের একসঙ্গে দেখে অনুরাগীরা মোহিত,তবে চমক অপেক্ষা করছিল পরের দিকে। ছবি: সংগৃহীত।

ঠিক এক বছর আগে, ১১ মার্চ এক নায়িকার পায়ে চুমু খেতে দেখা গিয়েছিল তাঁকে। আবারও ফিরলেন রামগোপাল বর্মা। পুরনো স্মৃতি উস্কে দিয়ে এ বার এক মহিলার হাত মুখে নিয়ে বসে থাকতে দেখা গেল তাঁকে।

Advertisement

আবেশে চোখ বুজে এসেছে ‘রঙ্গিলা’ পরিচালকের। ডান হাতের কব্জিতে জড়ানো বেলফুলের মালা। মহিলার মুখ দেখা যায় না। শুধু একটি সুসজ্জিত হাত টেনে নিয়েছেন রামগোপাল নিজের কাছে। তাতেই মুখ ডুবিয়ে চুমু খেয়ে চলেছেন। কার হাত? জানার উপায় নেই। আঙুলে আকাশি নেলপালিশ, লাল বড় চক্র লাগানো আংটি সে হাতের শোভা বাড়িয়ে আরও কৌতূহলী করেছে নেটিজেনদের। সামনে জ্বলজ্বল করছে গেলাস। তলায় পড়ে পানীয়। সেই ছবি পোস্ট করে রামগোপাল ক্যাপশনে লিখেছেন, “শুধু পায়ের পাতা নয়... হাতও!”

মন্তব্যেই স্পষ্ট যে, আগের কীর্তির কথা মনে করিয়ে দিতে চেয়েছেন ‘সত্য’র পরিচালক। ব্যাপারটা কী? বুঝতে পারছেন না অনুরাগীরা। তবে ঈর্ষাপরায়ণ কিছু মন্তব্য ভেসে এল। এক জন রামগোপালের উদ্দেশে আগুনের ইমোজি দিয়ে লিখেছেন, “একমাত্র পুরুষ যিনি ভারতে থেকেও পূর্ণ স্বাধীনতা উপভোগ করছেন!”

Advertisement

ফিরে আসে ২০২২ সালের ১১ মার্চ। যে বার ভাইরাল হয়েছিল সেই ভিডিয়ো, যেখানে টেবিলে সাজানো ছিল মদের বোতল। খোলা বারন্দায় গাঢ় সন্ধ্যায় শুরু হয়েছিল সাক্ষাৎকার। আরামকেদারায় পায়ের উপর পা তুলে বসেছিলেন অভিনেত্রী আশু রেড্ডি। পরনে খাটো হলুদ পোশাক। তাঁর উন্মুক্ত দুই পায়ের সামনে টাইলসের মেঝেয় বসেছিলেন গদগদ রামগোপাল।

কথা বলতে বলতে বিগলিত পরিচালক এক সময় অভিনেত্রীর ডান পায়ের পাতায় চুমু খেতে শুরু করলেন। পায়ের আঙুলগুলি মুখে পুরে দিলেন তার পর। সেই দৃশ্য দেখে তাজ্জব হয়েছিলেন সবাই।

ছবিটি প্রথম পোস্ট করেছিলেন রামগোপাল নিজেই। পরে গোটা ভিডিয়োটির ইউটিউব লিঙ্ক শেয়ার করেন পরিচালক। যেখানে দেখা যায়, আসন্ন ছবি ‘ডেঞ্জারাস’ মুক্তির আগে তাঁর সাক্ষাৎকার নিচ্ছেন আশু। ভিডিয়োর শেষ দিকেই রামগোপালকে অভিনেত্রীর পদলেহন করতে দেখা যায়। যা নিয়ে শোরগোল পড়েছিল সমাজমাধ্যমে। কিন্তু কিছুই আসে-যায় না ‘ডেঞ্জারাস’ পরিচালকের।

এ বছরও একই ধরনের ছবি পোস্ট করে বুঝিয়ে দিলেন, তিনি এমনটাই। এই হাতও সেই একই অভিনেত্রীর কি না, কে বলতে পারে! এক বছর ধরে প্রেম করছেন দু’জনে? তা নিয়েই শুরু জল্পনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement