চ্যালেঞ্জ জানিয়ে রাখির হুঙ্কার, সাহস থাকলে তাঁর সামনে এসে অভিযোগ করুন তনুশ্রী।
তনুশ্রী দত্তের পাশে দাঁড়িয়ে যখন মি টু আন্দোলনে সরব বলিউডের একাংশ, তখন নানা পাটেকরের সমর্থনে দাঁড়িয়ে রীতিমতো সাংবাদিক বৈঠক করে ফেললেন রাখী সবন্ত। চ্যালেঞ্জ জানিয়ে রাখীর হুঙ্কার, সাহস থাকলে তাঁর সামনে এসে অভিযোগ করুন তনুশ্রী।
স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাখীর সংযোজন, “গত দশ বছর কি ও কোমায় ছিল? এখন এসেছে নানা পাটেকরের মতো একজন প্রবীণ অভিনেতার বিরুদ্ধে কুৎসা রটাতে। এসব কিছুই না, যেহেতু তনুশ্রী ভাল ইংরাজি বলতে পারে, তাই সংবাদমাধ্যম ওকে অযথা গুরুত্ব দিচ্ছে। সাহস থাকে তো আমার সামনে আসুক।”
আরও পড়ুন: ‘ক্ষমা চাইতে হবে’, তনুশ্রীর কাছে আইনি নোটিস পাঠাচ্ছেন নানা
আরও পড়ুন: পোশাক খুলে নাচতে বলেছিলেন ডিরেক্টর, ফের তনুশ্রীর বোমা
এ দিকে মি টু প্রশ্নে কার্যত দ্বিধাবিভক্ত বলিউড। তনুশ্রী যেমন পাশে পেয়েছেন সোনম কপূর আহুজা, ফারহান আখতার, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকাদের, তেমনি রাখী ছাড়াও নানা পাটেকরের সমর্থনে দাঁড়াতে দেখা গেছে পরিচালক মেহুল কুমার, নৃত্য পরিচালক গণেশ আচার্যকে।
এর মধ্যে আবার টুইঙ্কল খান্নার সহমর্মিতা নিয়ে টুইটারে প্রশ্ন তুলেছেন তনুশ্রী দত্ত। মি টু আন্দোলনে সামিল হয়েছেন অক্ষয়-পত্নী। কিন্তু তারপরও হাউসফুল ফোরে এক সঙ্গে শুটিং করছেন অক্ষয়-নানা পাটেকর। এখানেই প্রশ্ন তুলে তনুশ্রী বলেন, “শুধু পাশে থাকলেই হবে না, শৃঙ্খলাভঙ্গের শাস্তিও দিতে হবে। যত ক্ষণ না পর্যন্ত তা হচ্ছে, তত ক্ষণ পাশে থাকার বার্তাটা মেকি মনে হবে।”
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)