রাখি সবন্ত এবং মদন মিত্র
২০২১-এর দীপাবলিতে রাখি সবন্ত ‘কলকাত্তেওয়ালি’। মঙ্গলবার ধনতেরসের দিন তিনি এই শহরে। বড় বাজারে পুজো উদ্বোধন দিয়ে তাঁর সফর শুরু। বুধবার কন্যে পুরোদস্তুর বাঙালিনী। লাল বেনারসি, গয়না, শাঁখা-পলায় অভিনেত্রী ‘তিলোত্তমা’! এই সাজেই শহরের পাঁচ তারা হোটেলে ফ্যাশন শ্যুট। সেই সাজেই বিকেলে তিনি মদন মিত্রের সফর সঙ্গী! প্রাক্তন মন্ত্রী যথারীতি রংমিলান্তি ঈষৎ লালচে আভাযুক্ত পাঞ্জাবিতে। চোখ ঢেকেছেন লালরঙা রোদচশমায়। কখনও রাখি-মদন জুটি ভবানীপুরের মুরগান (কার্তিক) খুঁটিপুজোয় মঞ্চে, কখনও শ্যামাপুজোর উদ্বোধনে।
সাজে-কথায় রাখি এ দিন যেন বাংলার মুখ। প্রতি মঞ্চেই তাঁর মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান। মদন মিত্রের হয়ে ছোট্ট করে প্রচারও করেছেন সর্বত্র। কী ভাবে মঞ্চ মাতালেন অভিনেত্রী? বাংলায় এসে বাংলায় বলবেন না রাখি, হয়? সবাইকে আন্তরিক ভাবে কালীপুজোর শুভেচ্ছা জানিয়েছেন। মুক্তকণ্ঠে প্রশংসা করেছেন বাংলার মুখ্যমন্ত্রীর। তার পরেই অনুরাগীদের অনুরোধে শুনিয়েছেন ‘তেরে ড্রিম মে মেরি এন্ট্রি’ মিউজিক ভিডিয়োর গানের দু’কলি। রাখির গানের সুরে সুর মিলিয়েছেন কামারহাটির বিধায়ক মদনও। দু’জনের গলাতেই নীল-সাদা উত্তরীয়।
কার্তিকপুজোর মঞ্চ থেকে রাখি পৌঁছে যান তাঁর প্রিয় ‘দিদি’র পাড়ার কালীপুজোয়। তাঁর সফর শেষ দক্ষিণেশ্বরে। কামারহাটিতে পা রাখতেই ‘ড্রামা কুইন’-এর উপরে পুষ্পবৃষ্টি শুরু। নিমেষে মঞ্চে যাওয়ার রাস্তা ঢেকে যায় পাপড়িতে। চার পাশে তখন জনতার ঢল। এ ভাবেই মদন মিত্রকে পাশে নিয়ে রাখি ফুল বিছানো পথে হেঁটে অভিনেত্রী পৌঁছে যান নব মিলন সঙ্ঘের পুজো মঞ্চে। এখানেও তিনি নেচে ওঠেন তাঁর মিউজিক ভিডিয়োর তালে। শোনান, ‘পরদেশিয়া ইয়ে সচ হ্যায় পিয়া, সব কহতে হ্যায় কলকাত্তা নে মেরা দিল লে লিয়া!’ মদন মিত্রের ‘লাভলি’ গানের তালেও নাচতে দেখা যায় তাঁকে। রাখির মুখেও তখন মদন-বাণী, ‘ওহ লাভলি’!
রাখির নাচের ছন্দে অল্প দুলতে দেখা যায় ‘রঙিন’ মদনকেও। অভিনেত্রীর সাজের প্রশংসাতেও পঞ্চমুখ তিনি। বলেন, ‘‘সাজসজ্জায় রাখি যেন দক্ষিণেশ্বরের নতুন বৌ!’’ বিধায়কের যুক্তি, বাংলায় এসে পুরোদস্তুর বাঙালি হয়ে গিয়েছেন বলিউড-কন্যে।