Rakhi Sawant

নাচতে নাচতে বিবাহবিচ্ছেদের ঘোষণা, বিয়ে ভাঙার আনন্দে কী আয়োজন করলেন রাখি?

বছরের শুরুতেই বিয়ে। কিন্তু তার পর থেকে বিস্তর টানাপড়েন। এ বার বিবাহবিচ্ছেদের খবর জানাতে গিয়ে কী কাণ্ড বাধালেন রাখি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৩ ১৩:১৭
Share:

রাখি সবন্ত। ছবি: সংগৃহীত।

বছরের শুরুতেই বিয়ের খবর প্রকাশ্যে আসে রাখি সবন্তের। কিন্তু মাস গড়াতে না গড়াতেই সংসারে অশান্তি। দাম্পত্য কলহের একের পর এক খবর আসতে শুরু করে। স্বামীর আদিল দুরানির বিরুদ্ধে পরকীয়া ও গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে এফআইআর দায়ের করেন পুলিশ স্টেশনে। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও হন আদিল। জেল বন্দি থাকতে হয় আদিলকে। অন্য দিকে, ধীরে ধীরে নিজের জীবন গোছাতে শুরু করেন রাখি। থানা পুলিশ আদালত চত্বর থেকে সোজা দুবাই। সেখানে নিজের অভিনয় প্রশিক্ষণের স্কুল খোলেন। বলিউডে বড় বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যেতে লাগল রাখিকে। এর মাঝেই ফের প্রেমে পড়ার খবরও শোনা যায় তাঁর। তবে এ বার নাচতে নাচতে বিবাহবিচ্ছেদের খবর জানালেন রাখি।

Advertisement

বেশ অনেক দিন ধরেই আদিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছিলেন। বার বার আদালতে আবেদন জানিয়েছেন। অবশেষে বিবাহবিচ্ছেদ হচ্ছে তাঁর। একেবারে ঢোলের সঙ্গে নাচতে নাচতে তাঁর জীবনের সুখবর শোনালেন বলিউডের ‘ড্রামা কুইন’। সাধারণত বিবাহবিচ্ছেদের খবর সুখকর হয় না। সম্পর্কে বিচ্ছেদ তো স্বস্তির হতে পারে না। তবে এখানেই ব্যতিক্রমী রাখি। একেবারে নাচতে নাচতে এই খবর জানান, একেবারে নতুন কনের মতো সেজেগুজে সংবাদমাধ্যমের সামনে এসে বলেন, ‘‘হ্যাঁ অবশেষে আমার বিবাহবিচ্ছেদ হচ্ছে। ব্রেকআপ পার্টি দিচ্ছি আমি। সাধারণত মানুষ এই সময় দুঃখ পায়। তবে আমি খুব খুশি।’’

শেষে রাখির সংযোজন, ‘‘সাধারণত লোকে যখন বিয়ে করে, তখন ঢোল বাজায়। তবে আমি বিয়ে ভাঙায় ঢোল বাজিয়ে আনন্দ করছি। কারণ, আমি সকলের থেকে আলাদা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement