‘ইয়ান্না রাস্কেলা মাইন্ড ইট’! এই কথাটিতেই চোখের সামনে ভেসে ওঠে ৫ ফুট আটের গলায় রুমাল বাঁধা সেই চেহারা। সিগারেট লুফে নিচ্ছে ঠোঁটে, সানগ্লাস হাওয়ায় গোত্তা খেয়ে বসে যাচ্ছে চোখে। দক্ষিণী সিনেমার একচ্ছত্র নায়ক। শিবাজি রাও গায়কোয়াড় ওরফে সুপারস্টার রজনীকান্ত।
২০১০ এ মুক্তি পায় তাঁর সিনেমা ‘রোবট’। বিশ্বজুড়ে তুমুল সাড়া পেয়েছিল সে সিনেমা। প্রযোজকের ট্যাঁক বাক্সও ফুলে উঠেছিল। এ বার মুক্তি পাচ্ছে তাঁরই সিকোয়েল তামিল পরিচালক এস শঙ্করের ছবি ‘২.০’। রজনী ছাড়াও এ সিনেমায় আরেক নতুন সংযোজন ‘খিলাড়ি ৪২০’ অক্ষয় কুমার। ২০০১-এ ‘অজনবি’র পর অক্ষয় আবার ভিলেনের ভূমিকায়। ‘আই বর্গ চিট্টি’ (রজনীকান্ত) তাঁর প্রতিদ্বন্দি। এসপার ওসপার হতেই হবে!
সদ্য মুক্তি পেল এই সিনেমারই পোস্টার। তবে তাতে নেই রজনীকান্ত! আছেন অক্ষয় কুমার। যদিও ছবিটি তৈরি হবে তামিল এবং তেলুগু ভাষায়। ডাবিং হবে হিন্দিতে। সুরে খেলেছেন এ আর রহমান।
আগামী ২০ নভেম্বর ‘২.০’র ফার্স্ট লুক রিলিজ করবেন কর্ণ জোহর। কর্ণ এর আগেও তামিল ছবি ‘বাহুবলী’র সঙ্গে যুক্ত ছিলেন। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এরও অর্থপ্রাপ্তি নেহাত্ কম নয়। ২০১৬-য় অক্ষয়ের ‘এয়ারলিফ্ট’ এবং রজনীর ‘কাবালি’র ধনলাভও যথেষ্ট। ২০১৭-য় ‘২.০’র মুক্তি। সিনেপ্রেমীরা কিন্তু মুখিয়ে থাকবেনই অক্ষয়-রজনীর যৌথ অথচ এ হেন ‘হাড্ডাহাড্ডি’ লড়াই দেখতে।
আরও পড়ুন...
কালো টাকাতেই অনুষ্ঠানে রাজি হয়ে গেলেন পাক শিল্পীদের ম্যানেজাররা!