Entertainment News

‘কাবালি’র টিকিট না পেয়ে আত্মহত্যা তরুণের

দেশজুড়ে এখন ‘কাবালি’ ঝড় বইছে। সুপারস্টার রজনীকান্তের এই ছবি মুক্তির আগে থেকেই বেশ আলোড়ন ফেলে দিয়েছিল। ছবি মুক্তির দিন চেন্নাই, বেঙ্গালুরু আর মেঙ্গালুরের একাধিক অফিসে ছুটিও দিয়ে দেওয়া হয়। ‘কাবালি’ নিয়ে এই উন্মাদনা শুধু যে দেশেই সীমাবদ্ধ নেই তার প্রমাণ মিলল এ বার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৬ ১৪:৩৯
Share:

দেশজুড়ে এখন ‘কাবালি’ ঝড় বইছে। সুপারস্টার রজনীকান্তের এই ছবি মুক্তির আগে থেকেই বেশ আলোড়ন ফেলে দিয়েছিল। ছবি মুক্তির দিন চেন্নাই, বেঙ্গালুরু আর মেঙ্গালুরের একাধিক অফিসে ছুটিও দিয়ে দেওয়া হয়। ‘কাবালি’ নিয়ে এই উন্মাদনা শুধু যে দেশেই সীমাবদ্ধ নেই তার প্রমাণ মিলল এ বার। গতকালই মুক্তি পেয়েছে ‘কাবালি’। এই ছবির একাধিক দৃশ্যের শুটিং হয়েছে মালয়েশিয়ায়। আর সেখানেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা।
মুক্তির প্রথম দিনেই ছবির টিকিট না পেয়ে মালয়েশিয়ায় আত্মহত্যা করলেন এক রজনীকান্তের ভক্ত। ঘটনাটি ঘটে সেখানকার একটি শপিং মলে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দশ তলা ওই শপিং মলের উপর থেকে ঝাঁপিয়ে পড়েন ওই ভক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ‘কাবালি’ উন্মাদনা থমকে যায় এই ঘটনায়। যুবকের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন...
সুনিধি চৌহানের উপর কেউ গোপনে নজর রাখছে!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement