রজনীকান্তের ভুয়ো মৃত্যুর খবর ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

‘রজনীকান্ত মারা গিয়েছেন!’ ঠিক এই ভুয়ো খবরই গত দু’দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গত বৃহস্পতিবার প্রথমে টুইটার ও পরে ফেসবুকে বলা হয় রজনীকান্ত লন্ডনের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। বেশ কিছুক্ষণ পর লেখা হয় ‘আরআইপি’ রজনী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৬ ১৭:৪৩
Share:

‘রজনীকান্ত মারা গিয়েছেন!’

Advertisement

ঠিক এই ভুয়ো খবরই গত দু’দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গত বৃহস্পতিবার প্রথমে টুইটার ও পরে ফেসবুকে বলা হয় রজনীকান্ত লন্ডনের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। বেশ কিছুক্ষণ পর লেখা হয় ‘আরআইপি’ রজনী।

কিন্তু এ খবর যে স্রেফ গুজব তা জানাতে বেশি সময় নেননি রজনীকান্তের মুখপাত্র। তিনি বলেন, ‘‘রজনীকান্ত আপাতত আমেরিকায় তাঁর পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। তিনি বিশ্রামে রয়েছেন। কোনও গুজবে বিশ্বাস করবেন না।’’

Advertisement

কিন্তু এই ভুয়ো খবরেই দেশজুড়ে ভেঙে পড়েন রজনীকান্তের ভক্তরা। অনেকে সোশ্যাল মিডিয়ায় পাল্টা শ্রদ্ধার্ঘ্য জানাতে থাকেন। এ দিকে রজনীর পরিবার এই খবরকে একেবারে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, যে কোনও খবর প্রচারের আগে অনেক বেশি সতর্ক থাকা উচিত্।

আরও পড়ুন, ‘শুধু পেটিকোট পরে নওয়াজের ওপর শুতে আমার অস্বস্তি হচ্ছিল’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement