আজ পাহাড়ে ‘থালাইভা’

পুলিশ প্রশাসন সূত্রের খবর, সেখান থেকে ‘থালাইভা’ সোজা যাবেন কার্শিয়াংয়ের ডাউহিলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দার্জিলিং ও শিলিগুড়ি শেষ আপডেট: ০৬ জুন ২০১৮ ০২:২৬
Share:

—ফাইল চিত্র।

পাহাড়ে আসছেন রজনীকান্ত! সব কিছু পরিকল্পনামাফিক চললে আজ, বুধবার তাঁর বিমান বাগডোগরার মাটি ছোঁবে। পুলিশ প্রশাসন সূত্রের খবর, সেখান থেকে ‘থালাইভা’ সোজা যাবেন কার্শিয়াংয়ের ডাউহিলে।

Advertisement

ডাউহিলে ১২ জুন অবধি ফরেস্ট রেঞ্জার ট্রেনিং স্কুলে রজনীর নতুন দক্ষিণী ছবির চিত্রগ্রহণ চলবে। ১৩ জুন দার্জিলিং যাওয়ার কথা তাঁর। সূত্রের খবর, ইতিমধ্যেই ৬০০ জনের একটি দল পৌঁছেছেন পাহাড়ে। দার্জিলিং পাহাড়ে শুটিং হওয়ার কথা রয়েছে সিংমারির মাউন্ট হারমন স্কুলে। সেন্ট পলসেও কিছু শুটিং হবে বলে পুলিশ সূত্রের দাবি। জুনের তৃতীয় সপ্তাহে পাহাড়ের কয়েকটি স্কুলে ইউনিট টেস্ট চলে। তাই তখন স্কুলগুলিতে শুটিং সম্ভব নয় বলে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন। পুলিশের ধারণা, কর্তৃপক্ষ অনুমতি দিলে মাউন্ট হারমন স্কুলে বেশ কয়েকদিন শুটিং হবে।

ছবিটির পরিচালক কার্তিক সুব্বারাজ। তবে ছবির নাম এখনও গোপন রেখেছে শুটিং ইউনিট। তবে সূত্রের খবর, ছবিটি একযোগে একাধিক ভাষায় মুক্তি পাবে। কলাকুশলীদের আলোচনায় শোনা গিয়েছে, ছবিতে অভিনয়ের জন্য দার্জিলিঙে সুনীল শেট্টি-সহ আরও কয়েকজনের আসার কথা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিড়ের চাপে যাতে কোনও ভাবেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য শুটিংয়ের জায়গার এক কিলোমিটার আগেই ব্যারিকেড তৈরির আবেদন করেছে প্রযোজক সংস্থা। সংকীর্ণ রাস্তায় সেক্ষেত্রে যানজটও হতে পারে। এমন পরিস্থিতির সম্ভাবনা মাথায় রেখে পুলিশ শুটিংস্থলের আশপাশে যান চলাচলেও বাড়তি নজরদারি চালাবে বলে জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement