Rajesh Khanna

‘রাজেশ খন্না এই সহস্রাব্দের প্রথম ও শেষ সুপারস্টার’

সম্প্রতি একটি সাক্ষাত্কারে সুপারস্টার রাজেশ খন্নাকে সাধারণ মানের অভিনেতা বলে মন্তব্য করেন নাসিরুদ্দিন। নাসিরের এই মন্তব্যকে ঘিরে তোলপাড় শুরু হয় বি-টাউনে। টুইঙ্কল খন্না, ডিম্পল কাপাডিয়ার পর এ বার নাম না করেই নাসিরুদ্দিনের সেই মন্তব্যের তীব্র নিন্দা করলেন চিত্রনাট্যকার সেলিম খান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৬ ১১:৪৬
Share:

সম্প্রতি একটি সাক্ষাত্কারে সুপারস্টার রাজেশ খন্নাকে সাধারণ মানের অভিনেতা বলে মন্তব্য করেন নাসিরুদ্দিন। নাসিরের এই মন্তব্যকে ঘিরে তোলপাড় শুরু হয় বি-টাউনে।
টুইঙ্কল খন্না, ডিম্পল কাপাডিয়ার পর এ বার নাম না করেই নাসিরুদ্দিনের সেই মন্তব্যের তীব্র নিন্দা করলেন চিত্রনাট্যকার সেলিম খান। নিজের টুইটার হ্যান্ডেলে সেলিম লেখেন, “দীর্ঘ দিন ধরে ইন্ডাস্ট্রিকে শাসন করা এবং মানুষের মন জয় করার জন্য অভিনেতার মধ্যে অসাধারণ কিছু থাকা দরকার। সেই ক্ষমতা রাজেশ খন্নার ছিল।”
সেলিম বলেন, “আমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সলমনের জন্য অসংখ্য অনুরাগীর ভিড় দেখে আমাকে ফোন করেন এক প্রখ্যাত অভিনেতা জানান, এ রকম তিনি এর আগে কখনও দেখেননি। তাঁকে বলেছিলাম, রাজেশ খন্নার বাড়ির সামনে এর থেকে অনেক বেশি ভিড় আমি দেখেছি।”
এর পর তিনি আরও সোজা সাপটা ভাষায় বলেন, “রাজেশ খন্না এই সহস্রাব্দের প্রথম ও শেষ সুপারস্টার। কেউ তাঁকে মধ্য মেধার বললে তাঁর জেনে রাখা উচিত, অসাধারণ না হলে কেউ ওই উচ্চতায় পৌঁছতে পারেন না।” শেষে সেলিম বলেন, “হতাশা ও তিক্ততা সারিয়ে তোলা কঠিন। কিন্তু তা কেউ এতদিন ধরে বয়ে বেড়াচ্ছেন বলে কখনও শুনিনি।”

Advertisement

আরও পড়ুন...
‘নিজের যোগ্যতা অনুযায়ী ছবি নির্বাচন করতে পারেননি অমিতাভ’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement