Raj Chakraborty

Subhashree: সবুজ সারং-এ উচ্ছল শুভশ্রী, হাতে হাত রেখে জন্মদিনের শুভেচ্ছায় রাজ

ছবি দিয়ে বুধবার শুভশ্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তাঁর বিধায়ক-পরিচালক স্বামী

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২১ ১১:৪৭
Share:

জন্মদিনে শুভশ্রীকে চমক দেওয়ার কথা রাখলেন রাজ।

কথা রেখেছেন রাজ চক্রবর্তী। সকাল থেকেই স্ত্রীর জন্মদিনের চমক শুরু!

সবুজ সারং-এ উচ্ছল শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাঁধভাঙা আনন্দে নায়িকা যেন নিরুদ্দেশের দেশে পৌঁছতে চাইছেন। এই সফরে তাঁর সঙ্গী স্বামী রাজ চক্রবর্তী। স্ত্রী-র হাত তাঁর হাতের মুঠোয় বন্দি। অভিনেত্রী স্ত্রীকে যেন তাঁর লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করছেন! এমনই এক ছবি দিয়ে বুধবার সকাল সকাল শুভশ্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তাঁর বিধায়ক-পরিচালক স্বামী। ছবি বলছে, সম্প্রতি সপরিবারে মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন চক্রবর্তী দম্পতি। এই ছবি সম্ভবত সেখানকারই। শুভশ্রী সেখানে রোজই নিজেকে মেলে ধরেছিলেন স্নান পোশাক, ব্রালেট, সবুজ সারং-এ।

Advertisement

আনন্দবাজার অনলাইনকে মঙ্গলবার শুভশ্রী আগাম আভাস দিয়েছিলেন, জন্মদিনে তাকে চমক দিতে চলেছেন রাজ। তাই কী ভাবে কাটাবেন তাঁর জন্মদিন, কী উপহার পাবেন স্বামীর থেকে? কিচ্ছু জানেন না! সেই চমকের এটাই কি প্রথম উদাহরণ? জানা যায়নি। কারণ, বুধবার নায়িকা ফোনের ধারেপাশে নেই।

আগাম উদ্‌যাপন শুরু হয়ে গিয়েছিল মঙ্গলবারেই। দুপুরে ভূরিভোজ। বিকেলে কেক কাটা। সব মিলিয়ে উৎসবের মেজাজে রাজ-ঘরনি। নায়িকার কথায়, ‘‘মঙ্গলবার আমার দলকে নিয়ে ছোট্ট করে পার্টি করেছি। ওঁরা আমার প্রিয় চকোলেট কেক এনেছিলেন। আমার রূপটান থেকে কেশসজ্জার দায়িত্বে যাঁরা, সকলেই ছিলেন। আমার ম্যানেজারও। সবাই মিলে একসঙ্গে খাওয়দাওয়াও করেছি।’’

আনন্দের সেই ঝলক ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর ফ্যানপেজে। দেখা গিয়েছে, উদযাপনের মধ্যমণি শুভশ্রী। পাশ্চাত্য পোশাকে, খোলা চুলে সহজ সুন্দরী। জন্মদিনের গান ফুরোতেই হাসতে হাসতে ছুরি বসান কেকের বুকে! আনন্দবাজার অনলাইন জানতে চেয়েছিল জন্মদিন, অর্থাৎ ৩ সেপ্টেম্বর কী ভাবে কাটাবেন? বাড়িতে থেকে স্বামীর কাছ থেকে চমকের অপেক্ষা করবেন বলছিলেন অভিনেত্রী। শাশুড়ি লীলা চক্রবর্তীর চোখে শুভশ্রী বিয়ের প্রথম দিন থেকেই বৌমা কম, মেয়ে বেশি। তিনি কি নিজের হাতে কিছু রাঁধবেন? অভিনেত্রীর বক্তব্য, সবটাই বুধবার জানতে পারবেন তিনি। সেখানেও বোধ হয় চমক লুকিয়ে রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement