রাধিকা
কেরিয়ারের শুরুর দিকে যখন ভেবেছিলেন পুণে থেকে মুম্বই এসে থাকতে শুরু করবেন অভিনয়ের স্বার্থে, প্রত্যেকের কাছে ‘না’ শুনতে হয়েছিল রাধিকা আপ্টেকে। অভিনয়কে কেরিয়ার হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তে সকলেই নিরুৎসাহিত করেছিলেন তাঁকে। এ প্রসঙ্গে রাধিকা বললেন, ‘‘আমায় সকলে বলেছিল, মুম্বই গেলে নাকি আমার ধর্ষণ হতে পারে! ইন্ডাস্ট্রি সম্পর্কে মানুষের কত ভুল ধারণা থাকে। আর সব ধারণাই চূড়ান্ত পর্যায়ের! ফিল্ম দুনিয়ার মানুষরাও যে আর পাঁচজনের মতোই, সেটা মানতে চান না কেউ।’’ সম্প্রতি মুক্তি পেয়েছে নেটফ্লিক্স ফিল্ম ‘রাত অকেলি হ্যায়’, যেখানে রাধিকার অভিনয় প্রশংসা কুড়োচ্ছে। ছবির চরিত্রের ক্ষেত্রেও স্টিরিয়োটাইপ ভাঙতে চান তিনি। ‘‘একটা-দুটো ছবিতে স্ট্রিপ করার পরেই ধরে নেওয়া হয়েছিল, বার বার সিডাক্ট্রেসের চরিত্র করব। অনেক প্রস্তাব ফিরিয়ে সেই ধারণাটা ভাঙতে চেষ্টা করেছি,’’ বয়ান রাধিকার।