Rachana Banerjee

ফেস্টিভ মুডে ‘দিদি নম্বর ১’, আগুন জ্বালিয়ে নাচ রচনার

ব্যাকগ্রাউন্ডে বাজছে বাদশা-নেহা কক্করের ‘হায় গরমি’। রচনা বন্দ্যোপাধ্যায়ের নাচে উষ্ণ পরিবেশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ১৭:৩২
Share:

রচনা বন্দ্যোপাধ্যায়

ব্যাকগ্রাউন্ডে বাজছে বাদশা-নেহা কক্করের ‘হায় গরমি’। রচনা বন্দ্যোপাধ্যায়ের নাচে উষ্ণ পরিবেশ। শরীরে ঢেউ তুলেছেন প্রতিটি স্টেপে। সেজেছেন মাল্টিকালারের স্ট্রাইপড সোয়েটার, মভ রঙা ট্রাউজার্সে। ফেস্টিভ ভাইব কাটেনি। ছুটির রেশও ফুরোয়নি। শনিবার রাতে অভিনেত্রী ফের নতুন অবতারে। সপ্তাহান্তের দ্বিতীয় সন্ধেয় আগুন জ্বালিয়ে নাচলেন ‘দিদি নম্বর ১’।

Advertisement

বন ফায়ার ম্লান ৪৭-এর রচনার কাছে!

বড়দিনের সকাল থেকেই রচনা খুশির মেজাজে। ছোট্ট মেয়ের মতোই দৌড়ে বেড়িয়েছেন ইবিজা ফার্ন রিসর্ট অ্যান্ড স্পা-র বাগানে। কোলে সান্তা ক্লজ। কখনও ছুট্টে বাগানের কোণে। সেখানে দাঁড় করানো বিশাল বড় ক্রিসমাস ট্রি। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অনেক ব্যাগ। গাছ সাজানোর উপকরণে ভর্তি সে সব। নিজের হাতে সাজাতে সাজাতেই সবাইকে জানিয়েছেন, ‘মেরি ক্রিসমাস'।

Advertisement

A post shared by Rachna Banerjee (@rachnabanerjee)

আরও পড়ুন: মহেশ বাবুকে কেন ‘বিগ ব্রাদার’ বললেন রণবীর?

সেই রচনাই ক্রিসমাসের পরের দিন সকালে দাঁড়িয়ে একটি কাঠের সেতুর উপর। ছেলে প্রণীল বসুকে নিয়ে। পরনে বেগনি রঙের জগার স্যুট। চোখে রোদচশমা। পাশে ছেলে প্রণীল। নীল রঙের পোশাক, এক হাতে বল, আর এক হাতে ব্যাট। ছেলেকে জড়িয়ে ধরে আছেন রচনা।

ক্যাপশনে লেখা, ‘তুমি আমার সন্তান, আমার চাঁদ, আমার তারা'। সঙ্গে চুমুর ইমোজি।

সারা সপ্তাহ তাঁর ব্যস্ততা। ‘দিদি নম্বর ওয়ান’-এর মতো জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালকের রুটিন যে এ রকম হবে, তা তো জানা কথা। কিন্তু যখনই তিনি সময় পান, পরিবারের সঙ্গে কাটা।

আরও পড়ুন: স্থিতিশীল নির্মলা মিশ্র, কোভিড পরীক্ষার ফল সোমবার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement