তিন্নির মায়ের ওপর ভারি রাগ। বয়স মাত্র সাত। তবে এর মধ্যেই নিজের পছন্দে সাজতে শিখেছে। বার্বি হেয়ারব্যান্ড হোক বা হাত ভর্তি কাচের চুড়ি— নিজের পছন্দে কিনলেও জুতো নিয়ে মা খুব খুঁতখুঁতে। কিছুতেই হাইহিল কিনতে দেন না। মায়ের জন্যই বছরভর পাম্প শু পরতে বাধ্য হয় একরত্তি মেয়ে। মায়ের কড়া হুকুম, ‘জানিস তো পাম্প শু পরলে পায়ের শেপ ভাল হয়।’
শুধু তিন্নি নয়। এই টিপস আমরা প্রত্যেকেই পেয়েছি কোনও না কোনও সময়ে। তবে পায়ের শেপ ভাল রাখতে শুধু শীতকালে পা ঢাকা জুতো নয়, সারা বছরই পায়ের আনন্দের পাসওয়ার্ড এখন পাম্প শু। চলতি হাওয়ায় এটাই নয়া ফ্যাশন ট্রেন্ড। দিনমানের ব্যস্ততা সামলে রাত পার্টিতেও দিব্যি ক্যারি করা যায় এই পা ঢাকা জুতো। আর স্টাইলের জন্য সঙ্গী ব্লক হিলস।
আদরের নাম পাম্পস্
পাম্প শু উইথ ব্লক হিলসের ডাকনাম পাম্পস্। কর্পোরেট সুন্দরী থেকে হট প্যান্টের কলেজ পড়ুয়া সকলেই একডাকে চেনেন। যে কোনও পরিবেশে মানিয়েও যায় এই জুতো। ডেলি রুটিনে সে ধর্মেও আছে আবার জিরাফেও। কর্পোরেট পোশাকে ফ্ল্যাট পাম্প শু-তে গুড মর্নিং হয়েছে আপনার? তা হলে গুড নাইটের আগের পার্টিতে বেছে নিন লেস ছাড়া ব্লক হিলস। অথবা ব্যালেরিনা জুতো হোক আজকের নন্দিনীদের স্টাইল স্টেটমেন্ট।
কেন জনপ্রিয়?
স্টাইলিস্ট স্যান্ডির মতে, এখনকার টাইট শিডিউলে মেয়েরা প্রতিদিন পায়ের যত্ন নিতে পারেন না। ফলে পা ঢাকা জুতো পরলে নিয়ম করে নখ পরিষ্কার করা, ফাটা পায়ের মোকাবিলা বা নেলপলিশ বদলানোর দরকার হয় না। এতে একটু আলসেমি ভর করে বটে, তবে ধুলোবালি থেকে পা নোংরা হওয়ার ভয় থাকে না। সবচেয়ে বড় কথা, আরাম আর স্টাইল পাল্লা দিয়ে চালাতে গেলে কোথাও আপনাকে আপস করতে হচ্ছে না।
পাম্প শু-র রকমারি
• পয়েন্টেড পাম্পস্ ফর্মাল পোশাকের জন্য আদর্শ।
• রেক্সিন লেদারের পাম্প শু উইথ ব্লক হিলস পার্টি লুকস দেবে।
• যে কোনও ধরনের প্রিন্টেড পাম্প শু ক্যাজুয়াল পোশাকের সঙ্গে ক্যাজুয়ালি ক্যারি করুন।
• পাম্প শু-র সঙ্গে স্টিলেটো হিল ভাল চলছে।
• সামনের দিকটা সামান্য খোলা (পিপ টো) পাম্প শু-র চাহিদা রয়েছে।
• সফিস্টিকেটেড লুক পেতে চাইলে কাফ্ট়ড পাম্প শু কিনে ফেলুন।
• সেমি-ওয়েস্টার্ন লুক পছন্দ হলে লেস দেওয়া ব্লক হিল ট্রাই করতে পারেন।
• ফাঙ্কি লুকের জন্য পরুন সি-থ্রু প্লাস্টিকের পাম্প শু।
কোন পোশাকে হিট?
ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলের কথায়, ‘‘পা ঢাকা জুতো সব সময়ই একটা এলিগেন্ট লুক দেয়। আর এখন এটাই ফ্যাশনে ইন। পাম্প শু উইথ ব্লক হিলস জাম্পশুট, সিগার প্যান্ট, লুজ বটম, সুইস স্কার্ট, শর্ট ড্রেসের সঙ্গে ভাল মানাবে।’’ স্টাইলিস্ট অভিষেক বললেন, ‘‘কেউ চাইলে ইন্ডিয়ান কস্টিউম যেমন কুর্তি, কাফতান, পালাজোর সঙ্গেও পরতে পারেন। শুধু জুতোর প্রিন্ট আর স্টাইলটা বদলে ফেলুন। সাধারণ লেদার না পরে ইন্ডিয়ান মোটিফের লেদার ব্যবহার করুন। ফর্মাল হলে একরঙা আর ক্যাজুয়াল হলে ফ্লোরাল অথবা জিওমেট্রি প্রিন্টের পাম্প শু পরুন। সঙ্গে থাকুক ব্লক হিলসের সাজ।’’ অভিষেকের আশঙ্কা, বাজারে পাম্প শু-র এত ভ্যারাইটি এসে যাওয়ায় আর কিছুদিনের মধ্যেই ফ্ল্যাট চপ্পলের ফ্যাশন আউট অব ট্রেন্ড হয়ে যাবে।
শাড়ির সঙ্গে পাম্প শু
চলতে পারে? ‘‘অবশ্যই,’’ স্টাইলিস্ট স্যান্ডি খানিকটা প্রতিবাদের সুরেই জানালেন। বিভিন্ন দোকানে সিক্যুয়েন্স বসানো চমত্কার পাম্প শু পাওয়া যায়। কোনওটা জরি দেওয়া, কোনওটায় আবার সুতোর কাজ। খুঁজে দেখুন কোনটায় রয়েছেন ব্লক হিলস। ব্যাস কিনে ফেলুন। এ বার সিক্যুয়েন্স বসানো শাড়ির সঙ্গে পরে আপনি তৈরি করতেই পারতেন আপনার নিজস্ব ফ্যাশন স্টেটমেন্ট। আসলে ফ্যাশন মানে ফ্রি়ডম। আপনি কী ভাবে ক্যারি করছেন সেটাই আসল।
রঙমিলান্তিতে পাম্প শু
সাধারণত ন্যাচারাল, নিউট্রাল রঙের জুতোর প্রতি মহিলাদের ঝোঁক বেশি। সব পরিবেশে সব পোশাকের সঙ্গে মানিয়ে যায় এ সব রঙের জুতো। এ ছাড়াও ন্যুড, ক্লাসিক সাদা, টারকোয়াইজ নীল, কালো, লাল, হলুদ ও তামা রঙের জুতোও সংগ্রহে রাখুন।
দরদাম
গড়িয়াহাট বা হাতিবাগানের ফুটপাথ যদি হয় আপনার শপিংয়ের চারণভূমি তা হলে পাম্প শু উইথ ব্লক হিলসের জন্য খসবে পাঁচশো থেকে হাজার টাকা। আর যদি আপনি ব্র্যান্ড কনশাস বাঙালি হন, সে ক্ষেত্রে বাজেট একটু বাড়াতে হবে বস্। তবে একটা গ্যারান্টি দিতেই পারি, যেখান থেকেই আপনি এই জুতো কিনুন, পাম্প শু উইথ ব্লক হিলস বেশ পকেট ফ্রেন্ডলি।
তবে আর ওয়েট করছেন কেন? পছন্দ মতো আজই কিনে ফেলুন।