প্রসেনজিৎ ও রাইমা
রাইমা সেন আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে কে কে মেননের সঙ্গে ‘থ্রি দেব: আন্ডারকভার ভগবান’-এ কাজ করছেন, সেটা জানা খবর। পরিচালক অঙ্কুশ ভট্ট এ বার কথা বললেন তাঁদের চরিত্রগুলির ব্যাপারে। যদিও ছবির ট্রেলার মুক্তি পায়নি বলে রহস্য রাখলেন কে কে মেনন এবং তিসকা চোপড়ার চরিত্রের বিবরণ নিয়ে।
ছবির পোস্টারেই স্পষ্ট, এটি মানুষের ভগবানে বিশ্বাস নিয়ে একটি বাস্তবধর্মী কমে়ডি। অঙ্কুশ জানালেন, ছবিতে রাইমা সেজেছেন পার্বতী। কুণালকে দেখা যাবে তাঁর বিপরীতে, শিব রূপে। অন্য দিকে রবি দুবে আর কর্ণ সিংহ গ্রোভার সেজেছেন ব্রহ্মা ও বিষ্ণু। প্রসেনজিতের চরিত্রটি এক নাস্তিক যুক্তিবাদীর। অঙ্কুশের কথায়, ‘‘সেই নাস্তিকের দৃষ্টিভঙ্গি থেকেই গোটা গল্পটা বলা হয়েছে।’’