Prosenjit Chatterjee

Prosenjit-Ditipriya: প্রসেনজিৎকে জড়িয়ে ধরলেন দিতিপ্রিয়া, ছবি প্রকাশ্যে

‘আয় খুকু আয়’। প্রথম দেখা হল টলিপাড়ার বাবা-মেয়ের সঙ্গে। প্রকাশ পেল জিৎ প্রযোজিত, শৌভিক কুন্ডু পরিচালিত ছবির চরিত্রগুলির প্রথম চেহারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২১ ১৬:১০
Share:

প্রসেনজিৎ-দিতিপ্রিয়া

‘আয় খুকু আয়’। প্রথম দেখা হল টলিপাড়ার বাবা-মেয়ের সঙ্গে। প্রকাশ পেল জিৎ প্রযোজিত, শৌভিক কুন্ডু পরিচালিত ছবির চরিত্রগুলির প্রথম চেহারা। বাবার চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মেয়ের চরিত্রে দিতিপ্রিয়া রায়।

Advertisement

গোলাপি এবং সাদা চেক চেক শার্টে প্রসেনজিৎ এবং সবুজ সালোয়ার পরে দিতিপ্রিয়া। প্রসেনজিতের মাথার সামনে চুল নেই। গালে অগোছালো কাঁচা-পাকা দাঁড়ি। নীচে রংচটা ধুতি। দিতিপ্রিয়ার মাথায় মাঝে সিঁথি করে চুল পেতে আঁচড়ানো।

পর্দার বাবা-মেয়ে

পরিচালক এর আগে বলেছিলেন, ‘‘শহুরে বাবা-মেয়ে নয়, আমার ছবি শোনাবে গঞ্জের বাবা-মেয়ের কাহিনি। আজও যা বড় পর্দায় কেউ ধরেননি!’’ চেহারা প্রকাশ্যে আসতে মফস্স‌লি ছোঁয়া দেওয়া হয়েছে শহুরে প্রসেনজিতের চেহারায়। আর বাকিটা এখনই বলা যাবে না।’’

Advertisement

নতুন প্রসেনজিৎ

সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস, রশিয়াদ রশিদ মিথিলাকে দেখা যাবে এই ছবিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement