Dev-Subhashree

‘খাদান’ ও ‘সন্তান’-এর মুক্তিতে ‘ধুমকেতু’র জট কি কাটবে? তবে শর্ত রয়েছে ছবির প্রযোজক রানার

২০১৬ সালে ‘ধুমকেতু’র শুটিং সারেন দেব এবং শুভশ্রী। নানা জটিলতায় মুক্তি পায়নি সেই ছবি। ছবি মুক্তি নিয়ে উদ্যোগী প্রযোজক রানা সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৬:০৫
Share:

(বাঁ দিকে) দেব এবং শুভশ্রী (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

শুক্রবার মুক্তি পেয়েছে দেব অভিনীত ছবি ‘খাদান’ এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবি ‘সন্তান’। তবে দেব-শুভশ্রী জুটি ভবিষ্যতে ছবি করবেন কি না, তা জানা কঠিন। কিন্তু এক সময়ে এই জুটি বাংলার দর্শককে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছে।

Advertisement

শেষ বার কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘ধুমকেতু’ ছবিতে জুটি বাঁধেন দেব-শুভশ্রী। রানা সরকার প্রযোজিত এই ছবির শুটিং হয় ২০১৬ সালে। কিন্তু বিভিন্ন কারণে সেই ছবি মুক্তি পায়নি। তার পর থেকে দেব-শুভশ্রীর অনুরাগীরাও ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। এমতাবস্থায় শুক্রবার দুই তারকার ছবির মুক্তির দিনেই রানা আশা জাগালেন। তবে ‘ধুমকেতু’ মুক্তির জন্য তিনি দর্শকের উদ্দেশে বিশেষ শর্তও দিয়েছেন। ফেসবুক পোস্টে রানা লেখেন, ‘‘‘ধুমকেতু’ রিলিজ় হবে... ‘খাদান’ আর ‘সন্তান’, দুটো সিনেমাই হিট হলে। দেব এবং শুভশ্রী দু’জনকেই হিট করাতে হবে।’’

শোনা যায়, ‘ধুমকেতু’র শুটিংয়ের পর দেবের সঙ্গে প্রযোজকের কিছু বিষয়ে মতানৈক্য তৈরি হয়, যার ফলে ছবিটি আর মুক্তি পায়নি। পাশাপাশি, ছবির স্যাটেলাইট স্বত্ব বিক্রি হলেও, ছবি মুক্তি না-পাওয়ার কারণে তা নিয়েও যে জটিলতা তৈরি হয়, তা এখনও মেটেনি। আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে রানা বললেন, ‘‘দেবের সঙ্গে এই নিয়ে আমার অনেক বারই কথা হয়েছে। ও ছবিটার মুক্তি নিয়ে আশাবাদী। দু’পক্ষ চাইলেই সমস্যা মিটে যাবে।’’

Advertisement

‘ধুমকেতু’ মুক্তির আগে বাজারের চাহিদাকে মেপে নিতে উদ্যোগী রানা। তাঁর মতে, ‘খাদান’ এবং ‘সন্তান’ হিট হওয়ার অর্থ, দেব এবং শুভশ্রীকে দর্শক এখনও পর্দায় সমান ভাবে দেখতে আগ্রহী। রানা বললেন, ‘‘অর্থাৎ সেই অবস্থায় ‘ধুমকেতু’ মুক্তি পেলে আমাদের টাকাপয়সা ফেরত আসতে পারে।’’

কিন্তু আট বছর দীর্ঘ সময়। এই দীর্ঘ বিরতির পর বর্তমান সময়ে ‘ধুমকেতু’ দর্শকের কাছে কতটা প্রাসঙ্গিক? রানারের যুক্তি, ‘‘দেব এবং শুভশ্রী সুপারস্টার। এখনও তাঁদের ছবি হিট হয়। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি হিট হয়। অনুপম রায়ের গানও এখনও জনপ্রিয়। তাই আমার বিশ্বাস, ছবিটা মুক্তি পেলে দর্শক খুঁজে নেবে।’’ রানা জানালেন, ছবির যাবতীয় কাজ আগেই শেষ হয়। শুধু দেবের ডাবিং বাকি রয়েছে। এর আগেও একাধিক বার প্রযোজক ‘ধুমকেতু’ মুক্তির উদ্যোগ নিলেও তা ফলপ্রসূ হয়নি। এখন সমস্যা মিটিয়ে ছবিটি আদৌ মুক্তি পাবে কি না, দেখা যাক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement