Entertainment News

আত্মসমর্পণ করলেন ধর্ষণে অভিযুক্ত ‘রা.ওয়ান’-এর প্রযোজক

আত্মসমর্পণ করলেন ধর্ষণে অভিযুক্ত বলিউডের বিখ্যাত প্রযোজক করিম মোরানি। শুক্রবার রাতে তেলঙ্গানার রচাকোন্ডা পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করেছেন তিনি। সুপ্রিম কোর্ট তাঁর অন্তবর্তীকালীন জামিন খারিজ করে দেওয়াতেই আত্মসমর্পণ করতে হল তাঁকে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৭ ১৪:০০
Share:

প্রযোজক করিম মোরানি। ছবি— সংগৃহীত।

আত্মসমর্পণ করলেন ধর্ষণে অভিযুক্ত বলিউডের বিখ্যাত প্রযোজক করিম মোরানি। শুক্রবার রাতে তেলঙ্গানার রচাকোন্ডা পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করেছেন তিনি। সুপ্রিম কোর্ট তাঁর অন্তবর্তীকালীন জামিন খারিজ করে দেওয়াতেই আত্মসমর্পণ করতে হল তাঁকে।

Advertisement

বলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা সিনেযুগের প্রতিষ্ঠাতা করিম মোরানি। ‘দামিনী’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘রা.ওয়ান’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো ছবির প্রযোজক করিম। বলিউড সুপারস্টার শাহরুখ খানের ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত তিনি। সেই প্রযোজকের বিরুদ্ধেই বছর পঁচিশের এক ম্যানেজমেন্ট ছাত্রীকে একাধিক বার ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, গ্রেফতার ভোজপুরী ফিল্মের নায়ক

Advertisement

আরও পড়ুন, লতা মঙ্গেশকরের নাম করে টাকা লুঠ, মহিলার নামে অভিযোগ দায়ের গায়িকার

ঘটনাটি ঘটেছিল দু’বছর আগে। চলতি বছর জানুয়ারিতে প্রকাশ্যে আসে এই ঘটনা। নিগৃহীতার দাবি, ছবিতে কাজের বিনিময়ে এবং বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাঁকে একাধিক বার ধর্ষণ করেছিলেন অভিযুক্ত প্রযোজক। নিগৃহীতার অভিযোগ, মুম্বই এবং হায়দরাবাদে একাধিক বার তাঁকে ধর্ষণ করেছিলেন মোরানি। এর পর কাজ না দেওয়াতেই সন্দেহ হয় তাঁর। বেশ কিছুদিন ট্রমার মধ্যে ছিলেন অভিযোগকারিণী। এর পরই তিনি তেলঙ্গানা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তরুণীর আরও অভিযোগ, তাঁর ছবি তুলে ব্ল্যাকমেলও করেছিলেন করিম।

মামলা শুরুর পর থেকেই জামিনে মুক্ত ছিলেন করিম। সর্বোচ্চ আদালত মাদ্রাজ হাইকোর্টের সেই নির্দেশ খারিজ করে দেওয়ার পরই শুক্রবার রাতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন অভিযুক্ত।

শনিবার করিম মোরানিকে আদালতে তোলা হয়। মেডিক্যাল পরীক্ষাও করা হয় তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement