শেষযাত্রায় পা মেলালেন মুখ্যমন্ত্রী-সহ বিশিষ্টেরা। নিজস্ব চিত্র।
সম্পন্ন হল ‘গীতশ্রী’-র শেষকৃত্য। যে সন্ধ্যা-প্রদীপ মঙ্গলবার নিভেছিল, বুধবার সন্ধ্যায় তা চিরতরে বিলীন হল তাঁর নশ্বর দেহ।
গান স্যালুট গিয়ে সম্মান জানানো হল সন্ধ্যাকে। বাজানো হল তাঁরই গাওয়া গান।
শেষযাত্রায় ‘গীতশ্রী’ সন্ধ্যা। মৃতদেহ নিয়ে কেওড়াতলা শ্মশানের পথে যাত্রা শুরু। রাস্তায় উপচে পড়া ভিড়। শেষযাত্রায় পা মেলালেন মুখ্যমন্ত্রী-সহ বিশিষ্টেরা। উপস্থিত আছেন অরূপ বিশ্বাস,মালা রায়।
সন্ধ্যার মৃতদেহে উত্তরীয় পরিয়ে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী। কথা বললেন সন্ধ্যার মেয়ের সঙ্গে। ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিশিষ্টেরাও।
উত্তরবঙ্গ সফর থেকে ফিরে সন্ধ্যা-কে শ্রদ্ধা জানাতে সরাসরি রবীন্দ্রসদনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। নিজের উত্তরবঙ্গ সফর কাটছাট করে কলকাতা ফিরলেন তিনি।
রাজ্য সঙ্গীত আকাদেমি থেকে রবীন্দ্রসদন পৌঁছেছে সন্ধ্যা মুখোপাধ্যায়-এর মৃতদেহ। শায়িত আছে রবীন্দ্রসদনে। পৌঁছেছেন বিভিন্ন বিশিষ্টজনেরা। তাঁর গুণমুদ্ধেরা তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন।
পিস ওয়ার্ল্ড থেকে গায়িকার মরদেহ রাজ্য সঙ্গীত আকাদেমিতে পৌঁছেছে। তিনি দীর্ঘদিন রাজ্য সঙ্গীত আকাদেমি-র সভাপতি ছিলেন। উপস্থিত আছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
মমতা জানিয়েছিলেন, মঙ্গলবার রাতে তাঁর মরদেহ রাখা হতে পারে কলকাতা পুরসভার ‘পিস ওয়ার্ল্ড’-এ। বুধবার সকাল ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁর মরদেহ রাখা হবে রবীন্দ্র সদনে। সেখানেই তাঁর গুণমুদ্ধেরা তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন। তারপর বিকেলে দক্ষিণ কলকাতার ক্যাওড়াতলা মহাশ্মশানে রাজ্য সরকারের তত্ত্বাবধানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
মঙ্গলবার কোচবিহারে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়-এর মৃত্যুর খবর পৌঁছয় তাঁর কাছে। সেখান থেকে কলকাতায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলে নিজের সফরসূচিতে কাঁটছাট করেন মমতা। জানিয়ে দেন, বুধবার সরকারি তত্ত্বাবধানেই হবে সন্ধ্যার শেষকৃত্য।