Priyanka Sarkar

নিজের কি‌উটি পাইয়ের সঙ্গে সমুদ্র সৈকতে প্রিয়ঙ্কা সরকার

প্রায় গুপী-বাঘার মতো ম্যাজিক দেখালেন টলি অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার ও তাঁর কিউটি পাই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ১৬:৫০
Share:

প্রিয়ঙ্কা সরকার

শুন্ডি! ছিলেন হোটেলের ভিতরে। এক হাতের তালিতে নিমেষে সমুদ্রসৈকতে। প্রায় গুপী-বাঘার মতো ম্যাজিক দেখালেন টলি অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার ও তাঁর কিউটি পাই, সহজ। শনিবার ইনস্টাগ্রামে পোস্ট করলেন নতুন ভিডিও।

Advertisement

ব্যাকগ্রাউন্ডে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির ‘কিউটি পাই’ গানটা বাজছে। ক্যাপশনে লেখা, ‘আমার কিউটি পাই’। ভিডিওতে দেখা যাচ্ছে প্রিয়ঙ্কা সরকার তাঁর ছেলে সহজের সঙ্গে রিসর্টের ভিতরে হাঁটছেন। নাচতে নাচতে এক বার ক্যামেরা ঢাকলেন হাত দিয়ে। ফের তাঁরা দু’জন দৃশ্যমান। কিন্তু জায়গা গেল বদলে। এমনকি পোশাকও গেল পাল্টে। ক্যামেরার দিকে পিছন ফিরে সমুদ্র সৈকতে দৌড়ে বেরিয়ে গেলেন স্টাইলিশ মা-ছেলে। বালি ও জলের মাঝে আনন্দে আত্মহারা ছোট্ট সহজ।

এই শীতটা বেশ আনন্দে কাটাচ্ছেন তিনি। কোনও দিন অনুপম রায়ের চারটি লাইন (‘শহর জুড়ে যেন প্রেমের মরসুম/ আলোতে মাখামাখি আমার এ গ্রিনরুম, কখনও নেমে আসে অচেনা প্যারাসুট/ তোমাকে ভালবেসে আমার এ চিরকুট’) ধার নিয়ে ইনস্টা স্টোরিতে দেন, আবার কোনও দিন ছেলের সঙ্গে নাচ-গানে মাতেন। তাও আবার বিস্তীর্ণ জলের সামনে। নেটাগরিকদের প্রার্থনা, মা-ছেলের এই কেমিস্ট্রি আরও আরও দেখার সুযোগ মেলে।

Advertisement

A post shared by Priyanka Sarkar (@priyankasarkarz)

আরও পড়ুন: টুম্পা ডান্সে মেতে টলি নায়িকারা, এ বার দর্শনার ম্যাজিক

সম্প্রতি পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ শেষ করলেন প্রিয়ঙ্কা। অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গেও ছবির কাজ শেষ হল তাঁর। ঘোষণার জন্য অপেক্ষায় দর্শক ও প্রিয়ঙ্কা অনুরাগীরা।

আরও পড়ুন: দেহরক্ষীর জন্মদিন পালন, কেক খাওয়াতে গেলে মুখ ফেরান সলমন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement