ছেলে সহজের সঙ্গে প্রিয়ঙ্কা। ছবি: টুইটারের সৌজন্যে।
ছোটবেলায় দিদার হাতে তৈরি পিঠে-পুলি তাঁর দারুণ পছন্দের ছিল। এখনও সে স্বাদ মুখে লেগে আছে। কিন্তু এখন আর বাড়িতে তৈরি পিঠে আর খাওয়া হয় না সে ভাবে। নিজেও কখনও তৈরি করেননি। সেই ভাবনা থেকেই অভিনব এক উত্সবের আয়োজন করতে চলেছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার।
বাঘাযতীন তরুণ সঙ্ঘের উদ্যোগে ‘পিঠে পুলি উত্সব ২০১৮’-তে সকলকে নিমন্ত্রণ করছেন প্রিয়ঙ্কা স্বয়ং। আগামী ৪ ফেব্রুয়ারি বাঘাযতীন তরুণ সঙ্ঘের মাঠেই হবে এই আয়োজন।
প্রিয়ঙ্কা বললেন, ‘‘বাঘাযতীন তরুণ সঙ্ঘ এখন আমার পাড়া, আমার ক্লাব। পিঠে তো এখন কিনে খেতে হয়। সেখান থেকেই ভাবলাম, এমন একটা আয়োজন করতে পারি আমরা— যেখানে পাড়ার মহিলারা পিঠে তৈরি করবেন। এখান থেকে যা টাকা পাওয়া যাবে তা ভাল কোনও কাজে দান করব আমরা।’’
ওই অনুষ্ঠানে মোট ২৫২৬টি স্টল দেবে বাঘাযতীন তরুণ সঙ্ঘের মহিলা ব্রিগেড। প্রিয়ঙ্কার আমন্ত্রণে এই অনুষ্ঠানে হাজির থাকতে পারেন টলি মহলের বেশ কয়েকজন সেলেব। তালিকায় চিরঞ্জিত্ চক্রবর্তী মিমি চক্রবর্তী কৌশিক সেন রুদ্রনীল ঘোষ কাঞ্চন মল্লিক শ্রীলেখা মিত্র সায়নী ঘোষ মনামী দে এনা সাহা কাঞ্চনা মৈত্র অপরাজিতা আঢ্য চান্দ্রেয়ী ঘোষ রজতাভ দত্ত রাজ চক্রবর্তী কৌশিক গঙ্গোপাধ্যায় উপল সেনগুপ্ত শ্রীজাত শিলাজিত্সহ একঝাঁক তারকার নাম রয়েছে।আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ
ওই অনুষ্ঠানে মোট ২৫২৬টি স্টল দেবে বাঘাযতীন তরুণ সঙ্ঘের মহিলা ব্রিগেড। প্রিয়ঙ্কার আমন্ত্রণে এই অনুষ্ঠানে হাজির থাকতে পারেন টলি মহলের বেশ কয়েকজন সেলেব। তালিকায় চিরঞ্জিত্ চক্রবর্তী মিমি চক্রবর্তী কৌশিক সেন রুদ্রনীল ঘোষ কাঞ্চন মল্লিক শ্রীলেখা মিত্র সায়নী ঘোষ মনামী দে এনা সাহা কাঞ্চনা মৈত্র অপরাজিতা আঢ্য চান্দ্রেয়ী ঘোষ রজতাভ দত্ত রাজ চক্রবর্তী কৌশিক গঙ্গোপাধ্যায় উপল সেনগুপ্ত শ্রীজাত শিলাজিত্সহ একঝাঁক তারকার নাম রয়েছে।
প্রিয়ঙ্কা জানালেন, ওই দিন তিনি নিজেও একটি স্টল দেবেন। তাঁর সঙ্গী হবে ছেলে সহজ। প্রিয়ঙ্কার কথায়, ‘‘সহজ মিষ্টি খেতে খুব ভালবাসে। ওই দিন ও আমার সঙ্গে স্টলে থাকবে। আর ওর একটা বড় দায়িত্ব রয়েছে। ক্যাশ সামলাবে ও… হা হা হা।’’
আরও পড়ুন, ‘শট রেডি, ডাকতে আসবে, কিন্তু উঠব না, এ ভাবেই মরতে চাই’