ইউনিসেফ-এর দূত হয়ে জর্ডন সফরে প্রিয়ঙ্কা। ছবি: প্রিয়ঙ্কার টুইটার পেজের সৌজন্যে।
ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে আপাতত জর্ডনে রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। শিশুদের উন্নতি ও নিরাপত্তা সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনকারী সংস্থা ইউনিসেফ, এখন জর্ডনের যুদ্ধ বিধ্বস্ত শিশুদের নিয়ে কাজ করছে। সেখানে গিয়ে নিজের কাজের অভিজ্ঞতা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন ‘দেশি গার্ল’। সেই ছবি নিয়ে এ বার ট্রোলড হতে হল নায়িকাকে।
আরও পড়ুন, বলিউডের নতুন নায়ক সানি দেওলের ছেলে কর্ণ
আরও পড়ুন, সাদা-কালো অ্যালবামে ‘এথনিক’ বিপাশা
সিরীয় শিশুদের সঙ্গে ক্যাম্পে প্রিয়ঙ্কা। ছবি: প্রিয়ঙ্কার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।
টুইটারে প্রিয়ঙ্কার ফলোয়ার রবীন্দ্র গৌতম তাঁকে লেখেন, ‘‘আমি প্রিয়ঙ্কা চোপড়াকে অনুরোধ করব ভারতের গ্রামাঞ্চলে গিয়ে খাবারের অপেক্ষায় থাকা শিশুদের সঙ্গে দেখা করতে।’’
(_)
(_)
বলিউডহলিউডের পাশাপাশি ইউনিসেফের কাজ নিয়ে ব্যস্ত প্রিয়ঙ্কা সমালোচককে জবাবও দিয়েছেন। উত্তরে প্রিয়ঙ্কা রিটুইট করেছেন ‘‘আমি ইউনিসেফ ইন্ডিয়ার হয়ে ১২ বছর ধরে কাজ করেছি এবং বহু জায়গায় গিয়েছি। আপনি কী করেছেন? ’’ & _ ? ?
প্রিয়ঙ্কার এমন সপাট জবাব কিন্তু নিঃসন্দেহে যোগ্য হয়েছে বলেই ধরা পড়েছে টুইটারেত্তিতে। অনেকেই প্রিয়ঙ্কার সাপোর্টে রবীন্দ্র গৌতমকে পাল্টাও দিয়েছেন। প্রিয়ঙ্কার মতোই অনেকের বক্তব্য, ‘‘এক শিশুর সমস্যা অন্য শিশুর চেয়ে কম গুরুত্বপূর্ণ কী ভাবে হতে পারে?’’