priyanka chopra

১০ বছরের ছোট স্বামীকে ‘বুড়ো’ বলে ডাকেন প্রিয়ঙ্কা চোপড়া

সম্প্রতি প্রিয়ঙ্কার দু’টি ছবি মুক্তি পেল। ‘উই ক্যান বি হিরোস’ এবং ‘দ্য হোয়াইট টাইগার।’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ ১৩:২০
Share:

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

দু'বছর হয়ে গেল প্রিয়ঙ্কা-নিকের বিয়ের। তাঁদের দৈনন্দিন দাম্পত্য জীবন ও প্রেম-পীরিতির নিদর্শন নেটমাধ্যমে জ্বল জ্বল করে। আন্তর্জাতিক হোক বা জাতীয়, একাধিক সংবাদমাধ্যমে প্রিয়ঙ্কা চোপড়া তাঁদের প্রেম নিয়ে কথা বলেছেন। এ বারের কথোপকথনে বেরিয়ে এল মজাদার তথ্য।
২৮ বছরের মার্কিন গায়ক নিক জোনাসকে তাঁর স্ত্রী বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাস 'ওল্ড ম্যান জোনাস' অর্থাৎ 'বুড়ো লোক' বলে ডাকেন। এমনি এমনি না, এর পিছনে কারণও রয়েছে। খোলসা করলেন অভিনেত্রী। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজও তিনি গল্ফ খেলেন, সিগার খান, আরও কত কী। যেন কোন যুগে জন্মেছেন তিনি!
একবিংশ শতাব্দীর সঙ্গে মানানসই দু'টি মাত্র অভ্যাস তাঁর রয়েছে। কুরস লাইট খেতে পারেন এবং ফুটবল দেখেন মাঝে মাঝে।

Advertisement

তাই হয়তো বলা হয়, বয়স তো সংখ্যা মাত্র। ওই দিয়ে অভ্যাস, ধ্যান ধারণা বিচার করা যায় না।
সম্প্রতি প্রিয়ঙ্কার দু'টি ছবি মুক্তি পেল। 'উই ক্যান বি হিরোস' এবং 'দ্য হোয়াইট টাইগার।' এ ছাড়াও নিজের বইয়ের প্রচারে অত্যন্ত ব্যস্ত অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement