প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় আত্মহত্যা মামলায় অভিযুক্ত রাহুল রাজ সিংহের মামলা ছেড়ে দিলেন তাঁর আইনজীবী নীরজ গুপ্ত। নীরজের দাবি, রাহুল তাঁর কাছে বহু গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলেন। সেই কারণেই এই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। নীরজের এই সিদ্ধান্তে যথেষ্ট ধাক্কা খেলেন রাহুল। গত মঙ্গলবার প্রত্যুষার মা বাঙ্গুরনগর থানায় রাহুলের বিরুদ্ধে আইপিসি ৩০৬, ৫০৬ ধারায় এফআইআর দায়ের করেন। রাহুলের বিরুদ্ধে প্রত্যুষাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা নথিভুক্ত করা হয়। প্রত্যুষার মায়ের দাবি, ত্যুষার ওপর নিয়মিত শারীরিক নির্যাতন ও মানসিক হেনস্থা চালাতেন রাহুল। প্রত্যুষার মায়ের দাবিকে সমর্থন জানিয়েছেন বলিউডে প্রত্যুষা-ঘনিষ্ঠ আরও অনেকেই। আত্মহত্যার পেছনে খুঁটিনাটি কারণগুলি তদন্ত করে দেখছে পুলিশ। তবে নীরজ গুপ্তর এই মামলা থেকে সরে দাঁড়ানোয় প্রত্যুষার আত্মহত্যার পেছনে রাহুলের ভূমিকা নিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
আরও পড়ুন...
প্রত্যুষা রাহুলের বিবাহিতা স্ত্রী?