বাবার সঙ্গে খুনসুটি দীপিকা ও অনিশার। ছবি: সংগ্রহ।
তখন সদ্য বলিউডে হাতেখড়ি হয়েছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। আর তখনই দুই মেয়ে দীপিকা ও অনিশাকে বাবা প্রকাশ পাড়ুকোন একটি চিঠি লেখেন। দুই মেয়ের কাজই যে বাবার খুব পছন্দের তা দিয়েই শুরু হয় চিঠির। ‘পিকু’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার নিতে উঠে দীপিকা পাড়ুকোন সকলের সামনেই পড়ে শুনিয়েছিলেন সেই চিঠি। সে দিন সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চিঠিটা পাঠ করতে গিয়ে বেশ আবেগতাড়িত হয়ে পড়েছিলেন দীপিকা। জনপ্রিয়তার শিখরে উঠে মা-বাবাকেই ধন্যবাদ জানিয়েছিলেন ‘পিকু’। আর পড়েছিলেন গোটা চিঠিটা। যে চিঠির আদ্যোপান্তই জীবন সম্পর্কিত। জীবন থেকে যে শিক্ষা প্রকাশ পাড়ুকোন পেয়েছেন, তা-ই মূলত মেয়েদের জানিয়েছেন চিঠিতে। তখন থেকেই প্রকাশ পাড়ুকোনের মেয়েদের উদ্দেশ্যে লেখা সেই চিঠি চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। এ বার সেই চিঠিই গুজরাতে দ্বাদশ শ্রেণীর একটি ইংরেজি স্কুলের পাঠক্রমের অন্তর্ভুক্ত করা হল।
আরও পড়ুন- গৌরব আমার প্রথম প্রেম নয়, বললেন ঋদ্ধিমা
তবে এই চিঠি যে পাঠক্রমের অন্তর্ভুক্ত হয়েছে তা জানতেনই না দীপিকা। বিষয়টি সর্বপ্রথম তাঁর নজরে আনেন দীপিকারই এক ভক্ত। দীপিকার সেই ফ্যান টুইটারে লেখেন, ‘অনিশা পাড়ুকোন ও দীপিকা পাড়ুকোনকে লেখা প্রকাশ পাড়ুকোনের চিঠি নিয়ে একটা গোটা চ্যাপটার।’ আর তাতে দীপিকার উত্তর ছিল, ‘ওয়াও!’
পাঠ্যবইয়ের কিছু অংশ। ছবি: সংগ্রহ।
আরও পড়ুন- সঞ্জয় দত্তকে এ কী বললেন রণবীর!
ব্যাডমিন্টন চ্যাম্পিয়নের সেই চিঠির গুরুত্ব আরও একটু বাড়িয়ে দিল গুজরাতের এই ইংরেজি বই। লেটার্স ফ্রম এ ফাদার বিভাগে ঠাঁই পেয়েছে মেয়েদের উদ্দেশ্যে লেখা প্রকাশ পাড়ুকোনের বিখ্যাত সেই চিঠি।