অনস্ক্রিন ‘পোস্ত’ অর্ঘ্য বসু রায়।
আর মাত্র একটা দিন। তারপরই বক্স অফিসে ১০০ দিনের রেকর্ড ছুঁয়ে ফেলবে ‘পোস্ত’। আগামী ১৩ অগস্ট ১০০ দিনে পা রাখতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত এই ছবি। পরিচালক জুটির অবশ্য এই সাফল্যের স্বাদ চেনা। শিবপ্রসাদের কথায়, ‘‘এর আগে ‘বেলাশেষে’ আর ‘প্রাক্তন’ও সেঞ্চুরি করেছিল। এ বার ‘পোস্ত’ও ১০০ দিন কমপ্লিট করতে চলেছে। খুব ভাল লাগছে। দর্শক যে আমাদের উপর আস্থা রেখেছেন, এটা তাঁর প্রমাণ। আশা করি আমরাও ভবিষ্যতে সেই আস্থার মর্যাদা রাখতে পারব।’’
আরও পড়ুন, সাগরপাড়ের ‘পোস্ত’দের ‘উপস্থিতিতে’ ট্রেলার লঞ্চ
শুধু দেশে নয়, ‘পোস্ত’র স্বাদ পেয়েছেন বিদেশের বাঙালিরাও। ইতিমধ্যেই সানফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলসে হাউস ফুল হয়েছে। এ বার নিউ জার্সি ও শিকাগোতেও ছবিটি রিলিজের ভাবনা রয়েছে। প্রথম বাংলা ছবি হিসেবে নেদারল্যান্ডে কর্মাশিয়াল রিলিজ হয়েছে ‘পোস্ত’র। আয়োজন করেছিল সে দেশের বাঙালি সংগঠন ‘আনন্দধারা’। আগামী ৩ সেপ্টেম্বর সুইডেনে প্রথম বাংলা ছবি হিসেবে স্ক্রিনিং হবে এই ছবির। পাশাপাশি জার্মানিতেও রিলিজের ভাবনা রয়েছে।