Shiv Kumar Khurana

বিনোদ খন্নাকে নায়ক বানিয়েছিলেন তিনিই, প্রয়াত বলিউড পরিচালক শিবকুমার

বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগে চলে গেলেন শিব। তিনিই বলিউডের প্রথম পরিচালক, যিনি বিনোদ খন্নাকে নায়ক হওয়ার সুযোগ করে দিয়েছিলেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া বলিউডে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২২ ১৫:২৬
Share:

মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত পরিচালক ফাইল চিত্র।

প্রয়াত বলিউডের জনপ্রিয় পরিচালক শিবকুমার খুরানা। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল তিরাশি বছর। বৃহস্পতিবার মুম্বইয়ের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

Advertisement

বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন শিব। কিছু দিন আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে শেষরক্ষা হল না। মুম্বইয়ের এক সংবাদ সংস্থা সূত্রে খবর, ব্রহ্মকুমারী গ্লোবাল হাসপাতালে চিকিৎসা চলছিল পরিচালকের। মৃত্যুর পর তাঁর আত্মার শান্তির লক্ষ্যে পরিবারের তরফে এক প্রার্থনাসভার আয়োজন করা হয়েছে শুক্রবার। পশ্চিম অন্ধেরির গুরুদ্বার শ্রী গুরু সিংহ সভায় বিকেল ৪টে থেকে ৫টা সেই অনুষ্ঠান চলবে। উপস্থিত থাকবেন প্রয়াত শিবের স্ত্রী এবং দুই পুত্র-সহ অন্য আত্মীয়-পরিজনরা।

আশি থেকে নব্বইয়ের দশকে শিব পরিচালিত বেশ কয়েকটি ছবি জনপ্রিয় হয়েছিল। তার মধ্যে ‘মিট্টি অউর সোনা’, ‘বদনাম’, ‘হম তুম অওর ওহ’, ‘ইনতেকম কি আগ’, ‘বে আব্রু’ এবং ‘সোনে কি জঞ্জির’-এর নাম মনে পড়তে পারে। পরিচালকের মৃত্যুর খবরে বিষাদের ছায়া বলিউডে। শোকপ্রকাশ করেছেন অনেকেই। যাঁদের মধ্যে রয়েছেন ছোট পর্দার তারকা বিন্দু দারা সিংহ। ‘বিগ বস ৩’ বিজয়ী হয়ে অভিনয়ে পা রেখেছিলেন তিনি। শিবের মৃত্যুতে লিখলেন, “অসাধারণ মানুষ ছিলেন শিব। তাঁর অবর্তমানে পরিবার-পরিজনকে সামলে ওঠার শক্তি দিক ঈশ্বর। তাঁর চলে যাওয়া অসহনীয়, আমাদের সবার কাছেই।”

Advertisement

প্রসঙ্গত, ১৯৯৪ সালে শিব পরিচালিত ছবি ‘করণ’ দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন বিন্দু। তা ছাড়াও, শিবই বলিউডের প্রথম পরিচালক যিনি বিনোদ খন্নাকে নায়ক হওয়ার সুযোগ করে দিয়েছিলেন। নব্বই দশকের মাঝামাঝি ‘মেরা গাঁও মেরা দেশ’-এ খলনায়কের চরিত্রে অভিনয় করার বছরেই শিব পরিচালিত ‘হম তুম অউর ওহ’-তে মূল চরিত্রে অভিনয় করেছিলেন বিনোদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement