pooja bedi

প্রথম বিয়ে ভাঙার ১৬ বছর পরে ফের এনগেজড পূজা বেদী, শেয়ার করলেন হবু স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ ছবি

মানেকের সঙ্গে নিজের ছবিতেই ভর্তি পূজার ইনস্টাগ্রাম প্রোফাইল। সেখানেই তিনি শেয়ার করেছেন গোয়ার ছবি। এর আগে সেখানেই পূজা দিয়েছিলেন ভ্যালেন্টাইনস ডে উদযাপনের ছবিও। হট এয়ার বেলুনে ভাসমান অবস্থায় তাঁকে প্রোপোজ করেছিলেন মানেক। উত্তরে ‘হ্যাঁ’ বলতে দ্বিধা করেননি পূজা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৯ ১৭:৩৬
Share:

গোয়ার ছুটি কাটাচ্ছেন মানেক-পূজা। ছবি:ইনস্টাগ্রাম

চলতি বছরের শুরুতে অভিনেত্রী পূজা বেদীর এনগেজমেন্ট হয়েছে উদ্যোগপতি মানেক কন্ট্রাক্টরের সঙ্গে। গোয়ায় দু’জনের ছুটি কাটানোর ছবি মাত করেছে ইন্টারনেট। মনের মানুষের সঙ্গে সমুদ্রযাপনের ছবি পূজা নিজেই শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

Advertisement

এর আগে নয়ের দশকের গোড়ায় পূজা বিয়ে করেছিলেন ফারহান ফার্নিচারওয়ালাকে। ২০০৩ সালে ভেঙে যায় তাঁদের বিয়ে। এরপর মেয়ে আলাইয়া এবং ছেলে ওমরকে নিয়ে একাই থাকছিলেন পূজা। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি ঊনপঞ্চাশ বছর বয়সি বিয়ে করতে চলেছেন মানেককে।

মানেকের সঙ্গে নিজের ছবিতেই ভর্তি পূজার ইনস্টাগ্রাম প্রোফাইল। সেখানেই তিনি শেয়ার করেছেন গোয়ার ছবি। এর আগে সেখানেই পূজা দিয়েছিলেন ভ্যালেন্টাইনস ডে উদযাপনের ছবিও। হট এয়ার বেলুনে ভাসমান অবস্থায় তাঁকে প্রোপোজ করেছিলেন মানেক। উত্তরে ‘হ্যাঁ’ বলতে দ্বিধা করেননি পূজা।

Advertisement

The sport is called SUP .. and I'm doing double masti with fiancee @maneckofficial ❤

A post shared by Pooja Bedi (@poojabediofficial) on

কবীর ও প্রতিমা বেদীর মেয়ে পূজাকে দেখা গিয়েছে ‘যো জিতা ওহি সিকন্দর’, ‘শক্তি’,‘লুটেরা’-র মতো ছবিতে পার্শ্বনায়িকার ভূমিকায়। অংশ নিয়েছেন টেলিভিশনের বেশ কিছু রিয়েলিটি শো-তেও।

পূজার মা নৃত্যশিল্পী প্রতিমা বেদী কৈলাস মানস সরোবর যাওয়ার পথে মালপা গ্রামে হড়পা বানের জলোচ্ছ্বাসে প্রাণ হারান।

আরও পড়ুন: এক্সক্লুসিভ: ওয়েব সিরিজে ‘ফেলুদা’কে? ফাঁস করলেন সৃজিত

আরও পড়ুন: ‘পানিপথ’ নিয়ে উদ্বেগ কাবুলের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement