একেই বলে শুটিং: লুই রিয়ার্ড আর মিশেলিন বার্নারদিনি।
জুলাই, মানে বিকিনির জন্ম মাস! ১৯৪৬ সালের জুলাইতে প্যারিসে বসে ফ্যাশন ডিজাইনার লুই রিয়ার্ড তৈরি করেছিলেন এই ‘বিতর্কিত’ পোশাক! তার পর ছিল ফটোশুটের পালা। সাহস করে কোনও মডেল এগিয়ে না এলে রিয়ার্ড কাজের জন্য ভাড়া করেছিলেন পানশালার নর্তকী মিশেলিন বার্নারদিনিকে। মেয়ের হাতে ছিল একটা খুদে বাক্স। ওই বাক্সেই না কি ধরে যায় আদর্শ বিকিনি! বাকিটা বিতর্ক আর জনপ্রিয়তার যুগলবন্দির ইতিহাস। তার পরে অবশ্য মডেলদের নিয়ে অনেক বিকিনি-শুটেই মেতেছিলেন রিয়ার্ড। সেই ইতিহাসের পাতা উল্টে প্রথম বিকিনি আর তার প্রথম যুগের কিছু ফটোশুট ধরা দিল এই গ্যালারিতে।
ছবি: গেটি ইমেজেস।