‘বিকিনি’র বিবর্তন (১৮৯০-২০১৫)

তাঁরা আগেও ছিলেন। তাঁরা এখনও আছেন। বিনোদন দুনিয়াকে সচল রাখতে তাঁরা থাকবেনও। তাঁরা ‘বিকিনি’ সুন্দরী। কিন্তু বদলেছে তাঁদের সাজের ধরন। বদল এসেছে পোশাকের ভাঁজের নিটোল ভঙ্গীমায়। ষাটের দশকের ডিজাইনারদের ভাবনায় বিকিনি কেমন ছিল?

Advertisement
শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৫ ১২:০৪
Share:

রোদ্দুরেরও হিংসে হয়: ১৯৬২-র সুইম স্যুটে মডেলবালা।

তাঁরা আগেও ছিলেন। তাঁরা এখনও আছেন। বিনোদন দুনিয়াকে সচল রাখতে তাঁরা থাকবেনও। তাঁরা ‘বিকিনি’ সুন্দরী। কিন্তু বদলেছে তাঁদের সাজের ধরন। বদল এসেছে পোশাকের ভাঁজের নিটোল ভঙ্গীমায়। ষাটের দশকের ডিজাইনারদের ভাবনায় বিকিনি কেমন ছিল? অথবা ১৮৯০ এর সুইম স্যুটে কেমন ভাবে নিজেদের সাজাতেন সুন্দরীরা? সম্প্রতি প্যারিসে ‘ওল্ড এজ বিকিনি’-তে সেজে উঠলেন মডেলরা। কেমন ছিল আধুনিকাদের পোশাক? দেখে নিন এক ঝলকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement