Pavel

Pavel: ইশা, বং গাই, সৌরভ, রজতাভর হাত ধরে পাভেলের শহর-প্রেম ফুটে উঠবে ‘কলকাতা চলন্তিকা’-এ

পাভেলের কলকাতা-প্রেমের গল্পের ফলশ্রুতিই ‘কলকাতা চলন্তিকা’। পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২১ ০৩:১১
Share:

ইশা, কিরণ, সৌরভ এবং রজতাভ।

কলকাতা শহরের গল্প বলবে পাভেলের নতুন ছবি ‘কলকাতা চলন্তিকা’। ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরাজিতা আঢ্য, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, কিরণ দত্ত ওরফে বং গাই সেই শহরের গল্পগুলির সূত্রধর। মোট তিন দিনের ঘটনাবলী নিয়ে আসছে নতুন ছবি।

Advertisement

পাভেলের কলকাতা-প্রেমের গল্পের ফলশ্রুতিই ‘কলকাতা চলন্তিকা’। পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবি। পাভেলের কথায় জানা গেল, পোস্তা উড়ালপুলের পাশে তাঁর এক বান্ধবীর বাড়ি। পাভেল বললেন, ‘‘দুর্ঘটনার এত বছর পরও নাকি সেই এলাকা থেকে রাতের বেলা বিভিন্ন আওয়াজ পাওয়া যায়। আমার বান্ধবীর মুখেই শোনা এই ঘটনা। সে সব বোধ হয় মানুষের কল্পনা। কিন্তু সে দিনের আতঙ্কের কথা তো ভোলা সম্ভব নয়।’’ পাভেল জানালেন, ঘটনাগুলি তাঁর মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। আর সেই নিয়েই তৈরি হচ্ছে এই ছবি।

দিতিপ্রিয়া, অপরাজিতা এবং শতাব্দী

খরাজ, অনির্বাণ এবং পাভেল

বাবা ভূতনাথ এন্টারটেইনমেন্টের ছাতার তলায় শতদ্রু চক্রবর্তী প্রযোজিত ‘কলকাতা চলন্তিকা’-র গল্প লিখেছেন পাভেল এবং অধ্যাপিকা স্বাতী বিশ্বাস। পাভেলের কথায়, ‘‘আমার জন্মের প্রথম দিন থেকে আজ পর্যন্ত, আমার পুরো বড় হওয়া জুড়েই আছে ‘কলকাতা চলন্তিকা’-র বীজ। আমি এক আদ্যন্ত শহুরে কাক। শহর কলকাতার সব অলিগলি রাস্তাঘাট আমার ঘরবাড়ি।’’ স্বাতী ও পাভেল তাঁদের শহর-প্রেমের সবটা উজাড় করে দিয়েছেন এই ছবিতে। ছবির কাজ শুরু হয়েচে সদ্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement