Pallavi Dey

Pallavi Dey Death mystery: পল্লবী-সাগ্নিকের বাড়িতে এক রাত কাটিয়েছি বলেই আমার চরিত্রে কালি? প্রশ্ন ‘বান্ধবী’র

অভিযোগপত্রে দাবি করা হয়েছে, অন্য এক তরুণীর সঙ্গে সম্পর্ক বজায় রাখতেন পল্লবীর দে-র লিভ-ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তী। মুখ খুললেন সেই তরুণী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২২ ১৯:৫২
Share:

সাগ্নিকের সঙ্গে পল্লবী

নতুন করে সরগরম টেলিপাড়া। রবিবার অভিনেত্রী পল্লবী দে-র অকালমৃত্যু ঘিরে পরিবার এবং বন্ধুবান্ধবের মন্তব্যে ঘনীভূত হচ্ছে রহস্য। প্রয়াত অভিনেত্রীর বাবা নীলু দে সোমবার বিকেলে গরফা থানায় খুনের অভিযোগ জানান। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, অন্য এক তরুণীর সঙ্গে সম্পর্ক বজায় রাখতেন পল্লবীর লিভ-ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তী। পল্লবী-সাগ্নিকের গড়ফার বাড়িতে সেই তরুণীর যাওয়া আসা ছিল বলেও অভিযোগ জানান পল্লবীর পরিবারের আইনজীবী। অভিযোগপত্রে নাম রয়েছে সেই তরুণীর।

যাঁর দিকে আঙুল উঠছে, কী বলছেন তিনি? অভিযুক্তের পাল্টা প্রশ্ন, ‘‘কেবল একটা রাত পল্লবী আর সাগ্নিকের বাড়িতে ছিলাম বলে আজ আমার বিরুদ্ধে এত বড় অভিযোগ উঠবে? তাও একা নয়, অনেকে মিলে ছিলাম।’’

Advertisement

কি ঘটেছিল সেই রাতে?

অভিযুক্ত তরুণীর বয়ান অনুযায়ী, গড়ফার কাছে একটি বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে নিমন্ত্রণ ছিল তাঁদের। পল্লবী, সাগ্নিক, অভিযুক্ত তরুণী এবং আরও দু’জন। বিয়েবাড়ি থেকে বেরোতে বেরোতে বেশ খানিকটা রাত হয়ে যায়। বাধ্য হয়ে ওই তরুণী এবং আরও দুই বন্ধু পল্লবীদের বাড়িতে রাতে থাকেন বলে দাবি তরুণীর। পরদিন সকালে সাগ্নিকের শরীর খারাপ হয়। রক্তবমি হতে থাকে। কিন্তু পল্লবীর শ্যুটিং ছিল। তাই তাঁকে বেরোতেই হত। তাই পল্লবী নিজেই নাকি বাকি তিন জনকে থেকে যেতে বলেন বলে দাবি ওই তরুণীর। বিকেলে পল্লবী ফিরে আসেন। সকলে মিলে সাগ্নিককে নিয়ে হাওড়ায় ডাক্তার দেখাতে যান। তার পরে পল্লবী খানিক ক্ষণের জন্য ওঁর হাওড়ার বাড়িতেও ছিলেন। তরুণীর বক্তব্য, ‘‘আমরা ছোটবেলার বন্ধু। বহু কাল বাদে সে দিন পল্লবীর হাওড়ার বাড়িতে গিয়ে খুব ভাল লেগেছিল।’’ তরুণীর দেওয়া তথ্য অনুযায়ী, তার পরে যে যাঁর বাড়ি ফিরে যান তাঁরা।

Advertisement

তরুণীর দাবি— তিনি, পল্লবী, সাগ্নিক হাওড়ায় থাকার সূত্রে ছোটবেলা থেকেই বন্ধু। পল্লবীর প্রাক্তন প্রেমিক রেহানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে অবশ্য কিছু দিনের জন্য যোগাযোগ কমে যায় পল্লবীর সঙ্গে। কিন্তু আবার যোগাযোগ তৈরি হয়। তরুণী বলেন, ‘‘আমি কত বার পল্লবীর সঙ্গে অডিশনে গিয়ে বসে থেকেছি! আমরা এতটাই ভাল বন্ধু ছিলাম। কিন্তু আজ পল্লবীর বাবা-মা আমার নামে এ সব কেন বলছেন, বুঝতে পারছি না। আমি কাকিমাকে ফোন করি, ফোন ধরেননি। ওর ভাইকে ফোন করি, তাকেও পাইনি। আমি জানতে চাই, আমার দোষটা কী?’’

অভিযুক্ত তরুণীর আক্ষেপ, তাঁর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ রকম অভিযোগে নাম উঠলে তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। কেবল তা-ই নয়, তাঁর প্রশ্ন— ‘‘কেবল একটা রাত থেকেছিলাম বলেই কি আমার চরিত্র নিয়ে এত কাটাছেঁড়া চলছে?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement