Nusrat Jahan

বুদ্ধর ছবি দিয়ে সাদা ক্যানভাস ভরলেন নুসরত, তাতেও পিছু নিল ট্রোলিং

ভিডিওতে দেখা যাচ্ছে, গৌতম বুদ্ধের ছবি এঁকেছেন তিনি। বুদ্ধর মুখের পাশে গাছের পাতা ছড়িয়ে রয়েছে। তারই একটিতে হলুদ রঙ ভরছেন নুসরত জাহান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ১১:৫২
Share:

নুসরত জাহান।

ছবি আঁকলেন নুসরত। সাদা ক্যানভাস ভরাট করলেন নানা রঙে। শুক্রবার রাতে ছবি আঁকার ইনস্টাগ্রাম রিল ভিডিও পোস্ট করলেন সাংসদ অভিনেত্রী।

Advertisement

ভিডিওতে দেখা যাচ্ছে, গৌতম বুদ্ধের ছবি এঁকেছেন তিনি। বুদ্ধর মুখের পাশে গাছের পাতা ছড়িয়ে রয়েছে। তারই একটিতে হলুদ রঙ ভরছেন নুসরত জাহান।

কমেন্ট বক্সে প্রশংসার ছড়াছড়ি। অভিনেত্রী ও সাংসদের এই প্রতিভার কথা জানতেন না অনেকেই।

Advertisement

A post shared by Nusrat (@nusratchirps)

কিন্তু ৮ সেকেন্ডের এই ভিডিওতেও ট্রোলিং তাঁর পিছু ছাড়ল না। ‘ট্রোলিং অফিসিয়াল’ বলে একটি প্রোফাইল থেকে লেখা হল, ‘কোন শিল্পীর আঁকা ছবির উপর ফটোগ্রাফি চলছে?’কেউ বা আবার লিখলেন, ‘বুদ্ধের মুখে হলুদ রং কেন? পুরোটাতেই নীল রং ভরলেন না কেন?’

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কোরিওগ্রাফার রেমো ডি’সুজা

এর কিছু দিন আগেই স্বামী নিখিল জৈনের সংস্থার তৈরি পোশাক পরে ফটোশ্যুট করেছিলেন তিনি। সেই ক্লিপিং শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেও উড়ে এসেছিল অপমানজনক কিছু মন্তব্য। ‘শুধু ফটোশ্যুট করলেই হবে দিদি? কাজও কিছু করুন, বসিরহাটের লোকজন তো আপনার টিকিও খুঁজে পাচ্ছে না কয়েক মাস ধরে!’ সেই প্রশ্নের উত্তর অবশ্য তিনি দিয়েছিলেন কাজ করে। রাজ্য সরকারের নতুন ‘দুয়ারে সরকার’ প্রকল্পে পা মিলিয়েছিলেন সাংসদ। মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন।

কিন্তু ছবি আঁকার মতো শিল্পের মাঝেও ট্রোলিং ঠিকই নাক গলাল।

আরও পড়ুন: রাসমণির ভূপাল ও পদ্মমণির বাস্তব জীবনের প্রণয়ী কারা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement