Nusrat Jahan

তন্বী চেহারা, মেদহীন নিতম্ব সব ভুলে পুজোয় জমিয়ে খাওয়াদাওয়ার প্রস্তুতি নুসরতের

নায়িকা মানেই নানা কশরত করে সুন্দর চেহারার অধিকারী— দর্শক মনে এটা বদ্ধমূল ধারণা। কিন্তু পুজোতেও কি সেই কঠিন শৃঙ্খলার মধ্যেই থাকবেন পছন্দের তারকারা? সত্যিটা জানালেন নুসরত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৫
Share:

ছেলে হওয়ার পর এক নিমেষে নিজেকে ঝরিয়ে ফেলেছেন নুসরত জাহান। ছবি: সংগৃহীত

পুজো মানে নতুন জামা-কাপড়, মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখা আর সঙ্গে জমিয়ে খাওয়া-দাওয়া। দুর্গাপুজো মানেই ডায়েটের কোনও পরোয়া নয়। মন খুলে পছন্দের জিনিসে ভাগ বসানো। অবশ্য এ সবই আমবাঙালি করতে পারেন। কিন্তু নায়ক-নায়িকাদের পক্ষে কি আর সম্ভব হয় সব ভুলে শুধু পুজো উপভোগ করা! নিজেদের ছিপছিরে শরীর ধরে রাখার একটা বা়ড়তি চাপ তাঁদের সব সময়ই থাকে। এই যেমন নুসরত জাহান। ছেলে হওয়ার পর এক নিমেষে নিজেকে ঝরিয়ে ফেলেছেন অভিনেত্রী। সৌজন্যে অবশ্যই কড়া ডায়েট আর যোগাভ্যাস।

Advertisement

পুজোর আর বেশি দেরি নেই। কিন্তু তৃতীয়ার দিন সাফ ঘোষণা করে দিলেন সাংসদ অভিনেত্রী নুসরত, তিনি আর কোনও ডায়েট করবেন না। কেন? পুজো এসে গিয়েছে আর ডায়েট করলে কি চলে! সে কথাই স্পষ্ট লিখলেন নায়িকা। পরনে ডোরা কাটা বিকিনি। তন্বী চেহারা, উঁকি দিচ্ছে মেদহীন নিতম্ব— তবে এ সব কিছুই আপাতত আলমারিতে তালা চাবি দিয়ে তুলে রাখতে চান।

Advertisement

নুসরত লেখেন, ‘ডায়েটকে টাটা, পুজো এসে গিয়েছে।’ সত্যিই তো আর কি বারণ মানা সম্ভব। কারও পক্ষেই তা সম্ভব নয়। প্রসঙ্গত, ‘বিগ বস্‌’-এর ঘরে যাওয়ার কথা নায়িকার। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত কিছুই হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement