nusrat jahan

Nusrat Jahan: সিঁদুর-সাজে নুসরত, ফের শুরু উমার অপেক্ষা

‘ঠাকুর যাবে বিসর্জন’-এর বিষণ্ণতা নয়, বরং ‘আসছে বছর আবার হবে’-তেই তাল মেলালেন নুসরত জাহান। সেই আনন্দেরই আভা তাঁর নতুন সাজে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২১ ১৬:০৮
Share:

বধূবেশে বরণের থালা হাতে নুসরত

চার দিকে যখন মন খারাপের মেঘ, নুসরতের ঘরে তখন আনন্দ। ‘ঠাকুর যাবে বিসর্জন’-এর বিষণ্ণতা নয়, বরং ‘আসছে বছর আবার হবে’-তেই তাল মেলালেন নুসরত জাহান। সেই আনন্দেরই আভা তাঁর নতুন সাজে।

Advertisement

ইনস্টাগ্রামে নতুন ভিডিয়োয় লাল শাড়িতে ঝলমলে নুসরত। নিজেকে সাজাচ্ছেন। একে একে হাতে উঠল বালা, গলা ঢাকল ভারী হারে। ছোট্ট লাল টিপে সেজে উঠল কপাল। সিঁথি ভরাট হল সিঁদুরের চওড়া টানে। আলুথালু খোঁপায় জুঁই ফুলের মালা জড়ালেন ঈশান-জননী। ভিডিয়োর শেষে দেবী-বরণের থালা হাতে নিয়ে ক্রমশ আবছা। যেন উমাকে বরণ করার প্রাক-মুহূর্তের ঝলক দিয়ে গেলেন তিনি।

এখন মাঝেমধ্যেই সিঁদুর-রাঙা নুসরত দেখা দেন নেট-মাধ্যমে। সঙ্গে শাঁখা-পলা। চেহারায় মাতৃত্বের আভাও সুস্পষ্ট। এ বার নিজের নতুন সাজের একটি ভিডিয়ো দিলেন যশ দাশগুপ্তের ‘সঙ্গী’ (যদিও নুসরত এখন প্রকাশ্যেই যশকে স্বামী হিসেবে পরিচয় দেন)। নেপথ্য থেকে যেন কানে লেগে রইল ঢাকের বাদ্যি!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement