Nusrat Jahan

আমার ব্যক্তিত্ব তুমি সামাল দিতে পারবে না, কাকে বললেন নুসরত?

অভিনেত্রীর প্রতিটি পদক্ষেপই আতসকাচের তলায় যাচাই করেন নেটাগরিকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ১৫:৫৫
Share:

নুসরত জাহান।

অভিনেত্রী এবং নেত্রী। একসঙ্গে তিনি দুই রূপে। নুসরত জাহান। বিতর্ক তাঁর নিত্যদিনের সঙ্গী। সম্প্রতি ট্রোলড হয়েছেন বুদ্ধের ছবি এঁকে। তার পর খোলা পিঠে ছবি দিয়েও একই ভাবে নেটাগরিকদের একাংশের তোপের মুখে পড়েন সাংসদ-অভিনেত্রী।

তাতে কি থেমে যাবেন নুসরত?

মোটেই না। বাস্তব হোক বা ভার্চুয়াল জগৎ, নিজেকে মেলে ধরতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেন না তিনি। আরও এক বার তিনি সাহসী। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজের খানচারেক ছবির পোস্ট করেন তিনি। হালকা মেকআপ, পরনে হালকা গোলাপি রঙের ফ্লোরাল ড্রেস আর খোলা চুলে তিনি যেন পাশের বাড়ির মেয়ে। মুখে লেগে আছে মৃদু হাসি।

Advertisement

ভাবছেন তো, এতে সাহসের কী আছে? টুইস্টটা আসলে অন্য জায়গায়।

ছবি নয়, এই দফায় নজর কাড়ল তার ক্যাপশন। তিনি লিখলেন, ‘আমার কোনও দম্ভ নেই, আমার ব্যক্তিত্ব তোমরা সামাল দিতে পারবে না।’

Advertisement

A post shared by Nusrat (@nusratchirps)

অভিনেত্রীর প্রতিটি পদক্ষেপই আতসকাচের তলায় যাচাই করেন নেটাগরিকরা। তাঁর রিল ভিডিয়ো বানানো থেকে শুরু করে স্বামী নিখিল জৈনের ব্র্যান্ডের হয়ে মডেলিং করা— প্রায় সব কিছুতেই আপত্তি জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। সাংসদ হিসাবে তাঁর দায়িত্বের কথাও বার বার মনে করিয়ে দেওয়া হয় তাঁকে। অভিযোগ, মানুষের জন্য কাজ না করে শুধুমাত্র নিজেকে নিয়েই ব্যস্ত তিনি। এ সব নিয়ে যদিও কখনও মন্তব্য করেননি সাংসদ-অভিনেত্রী। তবে নিজের ট্রোলারদের উদ্দেশেই কি এই প্রচ্ছন্ন বার্তা দিলেন নুসরত? উত্তর অবশ্য এখনও অজানা।

আরও পড়ুন: এই ইন্ডাস্ট্রি আমাকে সুনাম দিয়েছে, আবার পরিচিতি পেয়েও অনেকটা নীচে নেমে গিয়েছিলাম: সৌগত

‘এত দিনেও হৃতিক আমায় ভুলতে পারল না’, হৃতিক-কঙ্গনার আইনি লড়াই শুরু​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement