Entertainment News

‘মোদীর চরিত্র আমার থেকে ভাল আর কেউ ফুটিয়ে তুলতে পারবে না’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে নাম ভূমিকায় বিবেক ওবেরয়কে দেখে চমকে গিয়েছেন অনেকেই। কারণ, কথা ছিল, মোদীর ভূমিকায় দেখা যাবে অভিনেতা পরেশ রাওয়ালকে। গত বছর জুনে নিজের মুখেই সে কথা জানিয়েছিলেন পরেশ।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৯ ১৫:৪৬
Share:

এই পোস্টারই শেয়ার করেছিলেন অভিনেতা বিবেক ওবেরয়। ছবি: টুইটার থেকে গৃহীত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে নাম ভূমিকায় বিবেক ওবেরয়কে দেখে চমকে গিয়েছেন অনেকেই। কারণ, কথা ছিল, মোদীর ভূমিকায় দেখা যাবে অভিনেতা পরেশ রাওয়ালকে। গত বছর জুনে নিজের মুখেই সে কথা জানিয়েছিলেন পরেশ। বলেছিলেন, ‘সব কিছুই তৈরি। খুব শীঘ্রই শুরু হবে শুটিং।’ কিন্তু পরেশ নয়, জানা গিয়েছে মোদীর ভূমিকায় দেখা যাবে বিবেক ওবেরয়কে।

Advertisement

মোদীর ভূমিকায় বিবেক ওবেরয়কে দেখে অবশ্য একটুও বিরক্ত নন পরেশ। তবে এইটুকু বুঝিয়ে দিলেন, মোদীর চরিত্র তাঁর থেকে ভাল আর কেউ ফুটিয়ে তুলতে পারবে না।

দিন কয়েক আগেই সামনে এসেছে সেই ছবির পোস্টার। ছবির নাম ‘পি এম নরেন্দ্র মোদী’। পরিচালক ওমঙ্গ কুমার। ছবিটির প্রযোজনা করছেন বিবেকের বাবা সুরেশ ওবেরয়। আর তার জন্য বিস্তর ট্রোলড হয়েছেন অভিনেতা বিবেক ওবেরয়। পোস্টার দেখে কেউ বলেছেন, ‘না তো একে বিবেকের মতো লাগছে। না মোদীর মতো।’ কেউ আবার কুলভূষণ খারবান্দার ছবি পোস্ট করে সোজা লিখে দিয়েছেন, ‘ওঁর থেকে ভাল মোদী আর কাউকে মানাবে না।’ জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা আবার বলেছেন, ‘‘সলমন থাকলে বেশি ভাল হত!’’

Advertisement

আরও পড়ুন: এক ধাক্কায় প্রায় ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক কমল কপিল শর্মার!

সে সব রাস্তাতেই হাঁটলেন না পরেশ রাওয়াল। বরং এক কদম এগিয়ে শুভকামনা জানালেন বিবেক ওবেরয়কে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরেশ বললেন, ‘‘আমি এখনও বলছি মোদীর চরিত্র আমার থেকে ভাল আর কেউ ফুটিয়ে তুলতে পারবে না। কেবল আমিই চরিত্রটার উপর ন্যায় বিচার করতে পারব। তবে স্বাধীন দেশে যে যা খুশি করতে পারে। বিবেকও চরিত্রটায় অভিনয় করতে পারে। আমি ওঁকে শুভকামনা জানাচ্ছি।’’

আরও পড়ুন: ২০০ কোটি থেকে এক ইঞ্চি দূরে! ‘সিম্বা’র ঝুলিতে রেকর্ডের ছড়াছড়ি

তবে পরেশের ছবিটির কী হল? আদৌ কি তৈরি হচ্ছে ছবিটা? সে সব প্রশ্নের কোনও উত্তর মেলেনি অভিনেতার কাছ থেকে। তবে ছোট্ট একটা ইঙ্গিত দিয়ে বললেন, ‘‘আমি ছবিটাকে যতটা দিতে পারব, আর কেউ অতটা পারবে না। যে যা করছে করুক, আমরাও শীঘ্রই আসব।’’

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করাবাংলা খবরজানতে পড়ুন আমাদেরবিনোদনের সব খবরবিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement