নীলাঞ্জনার পোস্ট কি যিশুর জন্যই? ছবি: সংগৃহীত।
টলিপাড়ার অন্যতম দম্পতি যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের সংসারে ভাঙন ধরেছে। এক ছাদের তলায় আর থাকছেন না তাঁরা। পথও হয়েছে আলাদা। সমাজমাধ্যম থেকে যিশুর সমস্ত ছবি ও নিজের নামের পাশ থেকে সেনগুপ্ত পদবি মুছে দিয়েছিলেন নীলাঞ্জনা। তার পরই স্পষ্ট হয় তাঁদের বিচ্ছেদের গুঞ্জন। গত কয়েক মাসে সমাজমাধ্যমে নানা ইঙ্গিতবাহী বার্তা দিয়েছেন নীলাঞ্জনা। কটাক্ষের তির প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে থাকে যিশুর দিকেই, সে কথা বুঝতে অসুবিধা হয় না। তবে প্রায় কোথাও যিশুর নাম করেন না তিনি। ফের তেমনই এক পোস্ট করলেন নীলাঞ্জনা।
এ বার তিনি যা লিখেছেন তার সারমর্ম এই যে, শিশুকে প্রাচুর্যে ভরিয়ে দিলেই হয় না। তার সঙ্গে সময় কাটানো আরও জরুরি। সেনগুপ্ত পদবি সরিয়ে ফেলার পরে ইনস্টাগ্রামে নীলাঞ্জনা নিজেক পরিচয় দেন ‘নিনি চিনিস মাম্মা’ হিসাবে। ছোট্ট সারা ও জ়ারা সেনগুপ্তের সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তার সঙ্গে নীলাঞ্জনা লেখেন, “একটা বাচ্চা কিন্তু মনে রাখে, তার সঙ্গে কে কে ছিল। তুমি তার জন্য কত খরচ করেছ, সেটা মনে থাকে না। খেলনা, পোশাক-আশাকের কথা মনে থাকে না। কিন্তু ওদের সঙ্গে কাটানো সময় ও ভালবাসাকে ওরা কখনও ভোলে না।” এই পোস্টের সঙ্গেই নীলাঞ্জনা লিখেছেন, “নিনি ও চিনিই আমার জীবনে চিরকালীন।”
কিছু দিন আগেও সম্পর্ক এবং বিয়ে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন নীলাঞ্জনা। তিনি লিখেছিলেন, “কেউ ২৫ বছরে বিয়ে করে, কিন্তু ৫ বছর পরেই ডিভোর্স হয়ে যায়। কেউ ৪০ বছরে বিয়ে করেছে, কিন্তু সেখানে এক জীবনের ভালবাসা পেয়ে গিয়েছে। তাই আপনার দেরি হয়নি, আবার সময়ের আগেও কিছু হয়নি। আপনি যেখানে রয়েছেন ঠিক সেখানেই থাকার কথা ছিল।”