সৌমিত্র চট্টোপাধ্যায় ও মমতা শঙ্কর।
মনে করুন, বেশ কিছু বছর কেটে গিয়েছে। এমন সময়ে ‘শেষের কবিতা’র অমিত আর লাবণ্যর ফের দেখা হয়। কী হয় তখন? কোন পরিস্থিতিতে দেখে তারা একে অপরকে? এই সব অনুসন্ধান করতে গিয়েই একটি ছবির ভাবনা সাজিয়ে ফেলেন চিত্রনাট্যকার জয়দীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌমিত দেব। ছবির নাম ‘শেষের গল্প’। প্রবীণ অমিত এবং প্রৌঢ়া লাবণ্যর ভূমিকায় অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মমতা শঙ্কর।
ছবির পরিচালক জিৎ চক্রবর্তী বললেন, ‘‘অমিত একটি বৃদ্ধাশ্রম চালায়। তার স্ত্রী কেতকী মারা গিয়েছে। লাবণ্য অক্সফোর্ডে পড়াত। সম্প্রতি দেশে ফিরে এসেছে। এ রকম একটা অবস্থায় দু’জনের দেখা হয়। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মূল গল্প একই রেখেছি। শুধু পারিপার্শ্বিকটা বদলে গিয়ে হয়েছে এখনকার সময়।’’ গল্পে একটি সমান্তরাল ট্র্যাকও রয়েছে। ছবির অন্য দুই চরিত্র আকাশ ও কুহু। এখানে চরিত্রগুলোর নাম বদলে গেলেও তাদের দেখা হওয়া থেকে শেষ পর্যন্ত পুরোটাই হয় অমিত-লাবণ্যের জীবনের ঘটনাক্রম অনুসারে। পরিচালক যোগ করলেন, ‘‘শুধু গল্পের শেষটা অজানা ভাবে সমাপ্ত হয়। দুটো ট্র্যাক আলাদা রেখে আমরা আসলে দুটো আলাদা প্রেক্ষিতে অমিত আর লাবণ্যদের ধরার চেষ্টা করেছি।’’ আকাশ এবং কুহুর চরিত্র করেছেন অর্ণ মুখোপাধ্যায় এবং দুর্গা সাঁতরা। অর্ণকে এর আগে ‘কবীর’-এ দেখা গিয়েছে। ছবিতে আছেন খরাজ মুখোপাধ্যায়, পল্লবী চট্টোপাধ্যায়, কল্যাণ চট্টোপাধ্যায়, কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়ও।