Khirer Putul

প্রথম বার ‘ক্ষীরের পুতুল’ আসছে ছোট পর্দায়

অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ক্ষীরের পুতুল’ আসছে ছোট পর্দায়, এই প্রথম বার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৯:০৯
Share:
ছবি: প্রতীকী চিত্র।

ছবি: প্রতীকী চিত্র।

অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ক্ষীরের পুতুল’ আসছে ছোট পর্দায়, এই প্রথম বার। এখনও পর্যন্ত ওই ধারাবাহিকের কোনও প্রোমো প্রকাশ না পেলেও বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে, দুয়ো রানির চরিত্রে অভিনয় করছেন ‘চোখের বালি’ ধারাবাহিকের আশালতা সুদীপ্তা রায়।

Advertisement

ক’দিন ধরেই সংশ্লিষ্ট চ্যানেলে একটি লোগো প্রচারিত হচ্ছে। লোগোর ডানদিকে ছোট্ট টোপর আর বাঁদিকে ক্ষীরের পুতুল-ই মনে করিয়ে দেয় ছোটবেলার সেই নস্টালজিয়াকে। জানা গিয়েছে, ধারাবাহিকটির প্রযোজক সংস্থা জ্যোতি প্রোডাকশন্স। যদিও ধারাবাহিক নিয়ে এখনই মুখ খুলতে নারাজ তাঁরা।

আরও পড়ুন: ‘পিয়া তোসে ন্যায়না লাগে’ গানে জাহ্নবীর নাচ মুগ্ধ করল নেটাগরিকদের

Advertisement

বাংলা ধারাবাহিকে ছোটদের বিষয়ের বড়ই অভাব। ‘ঠাকুমার ঝুলি’ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায়। ‘ক্ষীরের পুতুল’ কি পারবে সেই অপূর্ণতা মেটাতে? উওরের আশায় নেটাগরিকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement