মুক্তি পেল শৌভিক মিত্রের ছবি ‘পুনশ্চ’

গল্পটা দু’জন মানুষকে নিয়ে। মোহনা এবং অনিমেষ। মোহনা বিশ্বভারতীর অবসরপ্রাপ্ত অধ্যাপক। তাঁর পড়াশোনা এবং কর্মজীবনের পুরোটাই কেটেছে শান্তিনিকেতনে। অবসর শেষের আস্তানাও সেই বোলপুর। একমাত্র মেয়ে পার্ণো পড়ে বিশ্বভারতীতে। থাকে বিশ্বভারতীরই হস্টেলে। অন্য দিকে, অনিমেষ এক জন বিখ্যাত সাহিত্যিক। মোহনার সঙ্গে তাঁর এক কালে প্রেমের সম্পর্ক ছিল।

Advertisement
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৪ ১৩:৫২
Share:

পরিচালক-সহ মঞ্চে টিম ‘পুনশ্চ’।

গল্পটা দু’জন মানুষকে নিয়ে। মোহনা এবং অনিমেষ। মোহনা বিশ্বভারতীর অবসরপ্রাপ্ত অধ্যাপক। তাঁর পড়াশোনা এবং কর্মজীবনের পুরোটাই কেটেছে শান্তিনিকেতনে। অবসর শেষের আস্তানাও সেই বোলপুর। একমাত্র মেয়ে পার্ণো পড়ে বিশ্বভারতীতে। থাকে বিশ্বভারতীরই হস্টেলে। অন্য দিকে, অনিমেষ এক জন বিখ্যাত সাহিত্যিক। মোহনার সঙ্গে তাঁর এক কালে প্রেমের সম্পর্ক ছিল। শুধু তাই নয়, প্রণয় কালে মোহনা তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এক দিনের জন্য হলেও তাঁরা সংসার পাতবেন। এর পর কেটে গিয়েছে প্রায় ৩৮ বছর। লেখার সুবাদে একটি পুরস্কার নিতে দিল্লি যাওয়ার পথে বোলপুরে এক দিন মোহনার কাছে থাকার ইচ্ছে নিয়ে অনিমেষ চলে এলেন তাঁর কাছে। দু’জনেই কাটাতে চান প্রতিশ্রুতির সেই দিন-রাত্রি। শুরু হয় যাপন। কিন্তু হঠাৎই ছন্দপতন ঘটায় অনিমেষের হার্ট অ্যাটাক। নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান লেখক অনিমেষ। কিন্তু এক জন অচেনা অজানা পুরুষের সঙ্গে ২৪ ঘণ্টা কেন কাটাল মোহনা? কী ভাবেই বা কাটাল? মেয়ে পার্ণোর এমনতর প্রশ্নের পাশাপাশি একটি মৃত্যু ডেকে আনে আরও হাজারটা প্রশ্ন। সে সব নিয়েই পরিচালক শৌভিক মিত্রের প্রথম ছবি ‘পুনশ্চ’। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রূপা গঙ্গোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, সায়নী ঘোষ। সঙ্গীতে দেবজ্যোতি মিশ্র। এই প্রথম কোনও বাংলা ছবিতে রবীন্দ্রসঙ্গীতকে আধার করে নির্মাণ করা হয়েছে অন্তক্ষরী, জানিয়েছেন দেবজ্যোতি। রবীন্দ্রপ্রয়াণ সপ্তাহে ৮ অগস্ট মুক্তি পেল ‘পুনশ্চ’। ‘প্রিয়া’তে তারই প্রিমিয়ার শোয়ের কিছু মুহূর্ত কৌশিক মণ্ডলের ক্যামেরায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement