Entertainment Gallery

বিয়ের পর নিক-প্রিয়ঙ্কার মোট সম্পত্তির পরিমাণ কত দাঁড়াবে জানেন?

‘দেশি গার্ল’-এর গলায় মালা পরাতে চলেছেন বিদেশি গায়ক ও অভিনেতা নিক জোনাস। ইতিমধ্যেই যোধপুরের উমেদ ভবনে তাঁদের বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ১ ডিসেম্বর খ্রিস্টান মতে এবং ২ ডিসেম্বর হিন্দু মতে বিয়ে করবেন নিক-প্রিয়ঙ্কা। সেই বিয়ের ঠিক আগে এক বার দেখে নেওয়া যাক বিয়ের পর কত টাকার মালিক হচ্ছেন নিক-প্রিয়ঙ্কা?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮ ১২:১০
Share:
০১ ০৯

‘দেশি গার্ল’-এর গলায় মালা পরাতে চলেছেন বিদেশি গায়ক ও অভিনেতা নিক জোনাস। ইতিমধ্যেই যোধপুরের উমেদ ভবনে তাঁদের বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ১ ডিসেম্বর খ্রিস্টান মতে এবং ২ ডিসেম্বর হিন্দু মতে বিয়ে করবেন নিক-প্রিয়ঙ্কা। সেই বিয়ের ঠিক আগে এক বার দেখে নেওয়া যাক বিয়ের পর কত টাকার মালিক হচ্ছেন নিক-প্রিয়ঙ্কা?

০২ ০৯

প্রিয়ঙ্কা চোপড়ার বেশির ভাগ ছবিই প্রায় বক্স অফিসে বাজিমাত করে। শুধু বলিউডই নয়, হলিউডেও পা রেখেছেন প্রিয়ঙ্কা। আর সেখানেও তিনি হিট।

Advertisement
০৩ ০৯

২০১৫ সালেই আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ানটিকো’-তে এক এফবিআই এজেন্টের ভূমিকায় দেখা গিয়েছিল প্রিয়ঙ্কা চোপড়াকে। আর এই ‘কোয়ানটিকো’-র পরই বিদেশেও সমান জনপ্রিয় প্রিয়ঙ্কা চোপড়া।

০৪ ০৯

২০১৭ সালে ফোর্বসের প্রকাশিত তালিকা অনুযায়ী, বলিউডে পারিশ্রমিকের তালিকায় প্রিয়ঙ্কা চোপড়া রয়েছেন সাত নম্বরে। আর ‘কোয়ান্টিকো’-র এক-একটি পর্বের জন্য প্রায় ২০ কোটি টাকা পারিশ্রমিক নিতেন পিগি চপস।

০৫ ০৯

নিজের প্রযোজনাও জোরকদমে চালিয়ে যাচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া এবং তাঁর মা মধু চোপড়া। সামনে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে প্রিয়ঙ্কার হাতে। রয়েছে সোনালি বসু পরিচালিত ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। তবে সলমন খানের ‘ভারত’ ছবিটির কাজ ছেড়ে দিয়েছেন প্রিয়ঙ্কা।

০৬ ০৯

ফোর্বস-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৭ সালেই প্রিয়ঙ্কা চোপড়ার রোজগার ৭৭ কোটি টাকা। আয়কর জমা করার পর গত বছর তাঁর আয় এসে দাঁড়ায় ৫৬ কোটিতে। ফোর্বস-এ প্রকাশিত হিসেব বলছে, প্রিয়ঙ্কা চোপড়া মোট ২৮ মিলিয়ন ডলারের মালিক। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২০০ কোটির সমান।

০৭ ০৯

অন্যদিকে ছোট থেকেই স্টার নিক জোনাস। নিকের যখন ১২ বছর বয়স, সে সময়ে নিক এবং তাঁর দুই ভাই কেভিন এবং জো-কে দিয়ে চুক্তি সই করায় কলাম্বিয়া রেকর্ডস। ডিজনি চ্যানেলের সাউন্ডট্র্যাক গেয়ে তিন ভাইয়ের ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’ও বেশ জনপ্রিয় হয়।

০৮ ০৯

ডেমি লোভাটোর সঙ্গে ক্যাম্প রকে মুখ দেখানোর পর টিনেজারদের প্রিয় ব্যান্ড হয়ে ওঠে ‘জোনাস ব্রাদার্স’। যদিও কিছু দিনের মধ্যেই ভেঙে যায় তিন ভাইয়ের এই ব্যান্ড।

০৯ ০৯

সেলিব্রিটি নেট ওয়ার্থ ডট কমের তথ্য অনুযায়ী, নিক জোনাসের সম্পত্তির পরিমাণ প্রায় ২৫ মিলিয়ন ডলার। যদিও কিছু দিন আগেই নিক জোনাসের বাবা পল জোনাসের বিরুদ্ধে বিপুল পরিমাণ ঋণ করার অভিযোগ ওঠে। তবে বিয়ের পর নিক জোনাস আর প্রিয়ঙ্কা চোপড়ার মোট সম্পত্তির পরিমাণ দাঁড়াচ্ছে মোট ৫৩ মিলিয়ন ডলার। যা প্রায় ৩৭০ কোটির সমান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement