Neha kakkar Melbourne Show

‘এটা ভারত নয়, হোটেলে ফিরে যান’, বিদেশে গান গাইতে গিয়ে কান্নাকাটি নেহার! বিরক্ত দর্শক

মঞ্চে উঠে সকলের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন, তার পরই শুরু হয় নেহার অঝোর কান্না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১২:৩১
Share:
মঞ্চে উঠে নেহার কান্না, হঠাৎ কী হল গায়িকার?

মঞ্চে উঠে নেহার কান্না, হঠাৎ কী হল গায়িকার? ছবি: সংগৃহীত।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে ছিল গানের অনুষ্ঠান। কিন্তু মঞ্চে উঠতে দেরি করলেন প্রায় ৩ ঘণ্টা। এ দিকে দর্শকাসনে নেহা কক্করের জন্য অপেক্ষা বেড়েছে ক্রমাগত। একটু একটু করে যত সময় এগিয়েছে, দর্শকদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। যদিও মঞ্চে উঠে সকলের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন নেহা। তার পরই শুরু হয় গায়িকার অঝোর কান্না। তাতেই খেপে গেলেন দর্শকেরা।

Advertisement

নেহা গাইতে উঠে প্রথমে ক্ষমা চেয়ে নিয়ে বলেন, “আপনারা সত্যিই ভাল। অনেক ক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আমার খুব খারাপ লাগছে, আমি জীবনে কখনও কাউকে এতটা অপেক্ষা করাইনি। আপনারা এত ক্ষণ অপেক্ষা করছেন। আমি খুবই দুঃখিত। এটা একটা সত্যিই বড় বিষয়। এই সন্ধেটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আজ আপনারা সবাই আমার জন্য অনেক মূল্যবান সময় বার করেছেন। শোয়ের শেষে যাতে সকলে আপনারা নাচেন তার দায়িত্ব নিচ্ছি আমি।’’

নেহার এমন কথা শুনেই যেন ঘৃতাহুতি পড়ে। দর্শকাসন থেকে উঠে আসে একের পর এক মন্তব্য। একজন বলেন, “যান হোটেলে ফিরে গিয়ে বিশ্রাম নিন। এটা ভারত নয়, অস্ট্রেলিয়া।” এ কথা কানে যায় গায়িকার। অপমানিত নেহা জোরে জোরে কাঁদতে শুরু করেন। তখন দর্শকদের কেউ কেউ চিৎকার করে বলেন, ‘‘খুব ভাল অভিনয় হচ্ছে। নাটক কম করুন এটা ইন্ডিয়ান আইডল নয়।’’ তার পর আর পাল্টা জবাব দিতে পারেননি তিনি। মাত্র ঘণ্টাখানেক গান গেয়েই মঞ্চ ছাড়েন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement