ট্রিপল সেঞ্চুরি

আশা করি আমরাও ভবিষ্যতে সেই আস্থার মর্যাদা রাখতে পারব।’’ এই বছর এখনও পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিতে ‘পোস্ত’ সবচেয়ে বড় হিট। গত দু’বছর ধরে তাঁদের ছবির বক্স অফিস কালেকশনই সর্বাধিক ছিল। শিবপ্রসাদ-নন্দিতা এখন প্রযোজনাতেও এসেছেন।

Advertisement
শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৭ ০০:০০
Share:

নন্দিতা ও শিবপ্রসাদ।

পরপর তিনটে ছবি ১০০ দিনের কোটা পার করল। শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় এক অর্থে ইতিহাস তৈরি করেছেন বলা যায়। শুক্রবার বক্স অফিসে ১০০ দিন হচ্ছে ‘পোস্ত’র। তাঁদের আগের ছবি ‘বেলাশেষে’ এবং ‘প্রাক্তন’ও একই রকমের সাফল্য পেয়েছিল। এতে স্বাভাবিক ভাবেই খুশি পরিচালকদ্বয়। শিবপ্রসাদের কথায়, ‘‘দর্শক যে আমাদের উপর আস্থা রেখেছেন, এটা তাঁর প্রমাণ। আশা করি আমরাও ভবিষ্যতে সেই আস্থার মর্যাদা রাখতে পারব।’’ এই বছর এখনও পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিতে ‘পোস্ত’ সবচেয়ে বড় হিট। গত দু’বছর ধরে তাঁদের ছবির বক্স অফিস কালেকশনই সর্বাধিক ছিল। শিবপ্রসাদ-নন্দিতা এখন প্রযোজনাতেও এসেছেন। পুজোতেই মুক্তি পাবে তাঁদের প্রযোজিত ছবি ‘প্রজাপতি বিস্কুট’। যার পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement